কলকাতা: মহানগরের দুই লোকসভা কেন্দ্রের অন্যতম কলকাতা দক্ষিণে(Kolkata Dakshin Election Result 2024) এবারও সবুজ আবিরের ছড়াছড়ি, জয়ী তৃণমূল প্রার্থী মালা রায় (Mala Roy Wins)। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র দেবশ্রী চৌধুরীর সঙ্গে তাঁর ভোটের ব্যবধান ছিল ১ লক্ষ ৮৭ হাজার ২৩১। সমর্থক থেকে সমালোচকদের সিংহভাগই অবশ্য মনে করছেন, বড়সড় কোনও অঘটন না ঘটলে কলকাতা দক্ষিণের এই ফল মোটামুটি নিশ্চিত ছিল।
প্রতিদ্বন্দ্বিতা…
হাইভোল্টেজ এই কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল সপ্তম তথা শেষ দফায়। তৃণমূল প্রার্থী করেছিল তাদের গত বারের সাংসদ মালা রায়কে। ধারে ও ভারে তিনি যে এগিয়ে রয়েছেন সেটার আঁচ মোটামুটি পাওয়া গেলেও বিজেপি তাদের রায়গঞ্জের প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীকে এখান থেকে প্রার্থী করে চমক দেয়। অন্য দিকে ফুয়াদ হালিমের স্ত্রী সায়রা শাহ হালিমকে প্রার্থী করে প্রচারে কমতি রাখেনি সিপিএমও। তাঁর প্রচারে যথেষ্ট সাড়াও মিলেছিল। কিন্তু ১৯৯১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত যে কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় টানা জিতেছেন, এবারও যেখানে প্রচারের শেষ লগ্নে তাঁর রোড-শো ব্যাপক সাড়া মিলেছিল, সেখানে ফলাফল অন্য কিছু হওয়া নিয়ে সংশয় ছিল রাজনৈতিক বিশ্লেষকদের।
২০১৯ সালের ফলাফল…
বিজেপির চন্দ্রকুমার বোসকে এই লোকসভা কেন্দ্র থেকে হারিয়েই শেষ বার সাংসদ হন মালা রায়। সেই ধারাই এবার ধরে রাখলেন তিনি।
'২৪-র ইস্য়ু...
কলকাতা দক্ষিণ যে হাত উপুর করে তৃণমূলের উপর ভরসা রাখবে, সে ব্যাপারে নিশ্চিত ছিলেন রাজনৈতিক মহলের অনেকেই। এদিন ভোটের গণনার শুরু হওয়ার পর থেকে দফায় দফায় ব্যবধান বাড়াতে থাকেন মালা রায়। এই নিয়ে সংবাদমাধ্যমের তরফে গণনা চলাকালীনই প্রশ্ন করা হয়েছিল তাঁকে। তখনই বলেন, 'এখনই এত ব্য়বধান, এর পর তা কোথায় পৌঁছয়, সেটাই দেখার।' 'এক্সিট পোল'-এ যে গেরুয়া ঝড়ের পূর্বাভাস ছিল, তার সঙ্গে এখনও পর্যন্ত গণনার যা ট্রেন্ড তার সঙ্গে মিলছে না। এই নিয়ে মালার কটাক্ষ, 'ওই ঝড়টা এখন হাওয়া হয়ে গিয়েছে। ঝড়ের সেই বেগ এখন আর নেই। এখন দিনের শেষে বোঝা যাবে যে ইন্ডিয়া জোট কটা আসনে আর এনডিএ কটা আসনে এগোল।' তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিপুল ঝড়ের কথা বললেন মালা। সঙ্গে বিদ্রুপ, 'অনেকেই হয়তো এই ঝড়ের কথা ভাবতে পারেননি। আজ মিডিয়া বলছে, খুব ভাল লাগছে।'
আরও পড়ুন:আসানসোল লোকসভা কেন্দ্রে বড় ব্যবধানে জিতলেন শত্রুঘ্ন সিনহা