কলকাতা: তবে কি তাপসের (Tapas Roy Lost) অভিমানে জনতার মন গলল না? মহানগরের দুই লোকসভা কেন্দ্রের অন্যতম, কলকাতা উত্তরে (Loksabha Election Result 2024) শেষমেশ জয়ী তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় (Kolkata Uttar BJP Candidate Sudip Banerjee)। তীব্র টক্করের পর হারের স্বাদ পেলেন সুদীপের প্রাক্তন দলীয় সতীর্থ তথা বিজেপির প্রার্থী তাপস রায়।   


প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যাঁরা…
কলকাতা উত্তর আসনটি নিয়ে ভোটের মুখে কম আলোচনা হয়নি। প্রথমে তাপস রায়ের 'অভিমান' এবং তার পর তৃণমূল-ত্যাগ বিস্তর হইচই তৈরি করে। এই কেন্দ্র থেকে তিনি বিজেপির প্রতীকে লড়াই করেন। উল্টো দিকে ছিলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস প্রার্থী করে তাদের বর্ষীয়ান ও পোড়খাওয়া নেতা প্রদীপ ভট্টাচার্যকে। লোকসভা ভোট শুরুর আগে, এবিপি সি ভোটার জনমত সমীক্ষায় সম্ভাব্য জয়ী হিসেবে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হয়েছিল। তবে তার পর অনেক কিছু ঘটে যায়। প্রসঙ্গত, কলকাতা উত্তর আসনটি বরাবর তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। ২০০৯ সালের লোকসভা ভোট থেকে এই আসনে সুদীপ-ই জিতে এসেছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত বিধানসভাগুলিই যায় তৃণমূলের দখলে। 


২০১৯ সালের লোকসভা ভোটের ফলাফল…
২০১৯ সালের সাধারণ নির্বাচনেও এই আসনটি ধরে রেখেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিজেপির রাহুল সিনহাকে হারান তিনি।


এই বারের ভোটের বিষয়…
লোকসভা ভোটের ঠিক মুখে তৃণমূলের অন্তর্কলহের ছবিটা কলকাতা উত্তরে দলের সাংগঠনিক পরিস্থিতি কিছুটা অস্বস্তিতে ফেলে দিয়েছিল। তৃণমূলের সব পদ থেকে কুণাল ঘোষের ইস্তফার ঘোষণা, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে একাধিক অভিযোগের আঙুল, তাপস রায়ের দলত্যাগ এবং বিজেপিতে যোগদান, পরে পদ্মের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা, সব মিলিয়ে খুব একটা স্বস্তির ভাবমূর্তি ছিল না জোড়াফুল শিবিরের। বিশেষত, ওই কেন্দ্রে দলের প্রার্থীর বিজেপি-যোগ নিয়ে যে অভিযোগ ওঠে, তাতে আলোড়়ন তৈরি হয়। তার উপর ১ জুন, ভোটের দিনও অশান্তির বিচ্ছিন্ন ঘটনা শোনা গিয়েছে। শেষমেশ অবশ্য স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন সুদীপ, ধরে রাখতে পেরেছেন জয়ের ধারা। অন্য দিকে, বিজেপিতে নিজের গুরুত্ব প্রমাণ করতে এবার মরিয়া চেষ্টা চালাতে হবে তাপস রায়কে। প্রসঙ্গত, এবারের লোকসভা ভোটে সুদীপের মতো কলকাতা দক্ষিণে জয়ের ধারা ধরে রাখলেন মালা রায়ও। 


আরও পড়ুন:আসানসোল লোকসভা কেন্দ্রে বড় ব্যবধানে জিতলেন শত্রুঘ্ন সিনহা