এক্সপ্লোর
Advertisement
‘ভুয়ো’ এক্সিট পোলের প্রোপাগান্ডায় হতাশ হবেন না, নিজেদের ও কংগ্রেসের ওপর বিশ্বাস রাখুন, আপনাদের কঠিন পরিশ্রম বৃথা যাবে না, দলীয় কর্মীদের রাহুল
কংগ্রেস সহ বিরোধীরা ইতিমধ্যে নির্বাচন কমিশনে গিয়ে নানা জায়গা থেকে বৃহস্পতিবার ভোটগণনা শুরুর আগে স্ট্রংরুম থেকে ইভিএম সরানোর অভিযোগ সংক্রান্ত খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করে দাবি করেছে, ভোটগণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা বহাল রাখতে হবে কমিশনকে।
নয়াদিল্লি: বেশিরভাগ এক্সিট পোলে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি-এনডিএরই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ক্ষমতায় ফেরার ইঙ্গিত থাকলেও তা বিশ্বাস করে কংগ্রেসকর্মীদের হতোদ্যম না হওয়ার পরামর্শ দিলেন রাহুল গাঁধী। বুথ ফেরত সমীক্ষাকে ‘ভুয়ো’ বলে খারিজ করেছেন তিনি। দলীয় কর্মীদের নিজেদের ও কংগ্রেসের ওপর বিশ্বাস রাখতে বলেছেন রাহুল।
कांग्रेस पार्टी के प्रिय कार्यकर्ताओं ,
अगले 24 घंटे महत्वपूर्ण हैं। सतर्क और चौकन्ना रहें। डरे नहीं। आप सत्य के लिए लड़ रहे हैं । फर्जी एग्जिट पोल के दुष्प्रचार से निराश न हो। खुद पर और कांग्रेस पार्टी पर विश्वास रखें, आपकी मेहनत बेकार नहीं जाएगी।
जय हिन्द।
राहुल गांधी
— Rahul Gandhi (@RahulGandhi) May 22, 2019
কংগ্রেস সহ বিরোধীরা ইতিমধ্যে নির্বাচন কমিশনে গিয়ে নানা জায়গা থেকে বৃহস্পতিবার ভোটগণনা শুরুর আগে স্ট্রংরুম থেকে ইভিএম সরানোর অভিযোগ সংক্রান্ত খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করে দাবি করেছে, ভোটগণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা বহাল রাখতে হবে কমিশনকে। এই প্রেক্ষাপটে কংগ্রেস সভাপতির দলীয় কর্মীদের প্রতি হিন্দিতে ট্যুইট-বার্তা, পরের ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। সতর্ক, হুঁশিয়ার থাকুন। জাল এক্সিট পোলের প্রোপাগান্ডায় হতাশ হবেন না। নিজেদের এবং কংগ্রেসের ওপর বিশ্বাস রাখুন। আপনাদের কঠিন পরিশ্রম বৃথা যাবে না। জয় হিন্দ।
এর আগে প্রিয়ঙ্কা গাঁধীও দলীয় কর্মীদের একই বার্তায় দলীয় কর্মীদের ‘গুজবে’, এক্সিট পোলের ফলে ভেঙে না পড়ার পরামর্শ দেন। নিজের নিজের এলাকায় স্ট্রং রুম, গণনা কেন্দ্রে নজর রাখার আবেদনও করেন তাঁদের। অডিও বার্তায় বলেন, কংগ্রেস কর্মীদের মনোবল ভাঙতে যে গুজব ও এক্সিট পোলের পূর্বাভাস দেখানো হচ্ছে, তাতে কান দেওয়া উচিত নয় তাঁদের।’
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement