এক্সপ্লোর
‘আনারকলি’ চাই না! কটাক্ষ আজমের ছেলের, বাপ-বেটা একই মানসিকতার, পাল্টা জয়াপ্রদা
তাঁর ছেলেও রবিবার তাঁকে নিশানা করে বলেন, আলিও আমাদের, বজরংবলিও আমাদের, কিন্তু আনারকলি চাই না। মু
![‘আনারকলি’ চাই না! কটাক্ষ আজমের ছেলের, বাপ-বেটা একই মানসিকতার, পাল্টা জয়াপ্রদা Lok Sabha Election 2019-Jaya Prada slams Azam Khan's son over 'Anarkali' remark ‘আনারকলি’ চাই না! কটাক্ষ আজমের ছেলের, বাপ-বেটা একই মানসিকতার, পাল্টা জয়াপ্রদা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/04/22161535/jayaprada.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লখনউ: আজম খানের ছেলে আবদুল্লা খানও তাঁকে ‘আনারকলি’ বলে কটাক্ষ করায় পাল্টা তোপ জয়াপ্রদার। সমাজবাদী পার্টি (সপা) ছেড়ে বিজেপিতে যাওয়া প্রাক্তন বলিউড অভিনেত্রী এবার রামপুরে প্রার্থী হয়েছেন। সম্প্রতি তাঁকে আজম কুরুচিকর ভাষায় আক্রমণ করেন। তারপর তাঁর ছেলেও রবিবার তাঁকে নিশানা করে বলেন, আলিও আমাদের, বজরংবলিও আমাদের, কিন্তু আনারকলি চাই না। মুঘল আমলের সম্রাট আকবরের ছেলে জাহাঙ্গিরের সঙ্গে নাম জড়ানো আনারকলির উপমা তাঁর ক্ষেত্রে প্রয়োগ করায় জয়াপ্রদা বলেছেন, ওকে নিজের ছেলের মতো দেখতাম। ওকে শিক্ষিত ভাবতাম, তাই এটা ওর কাছে আশা করিনি। বাপ-ছেলে একজন মহিলাকে কী চোখে দেখে, সেটাই বোঝা যাচ্ছে। ওর বাবা আমায় আনারকলি বলতেন, এখন ও পর্যন্ত সেটা বলল।
আবদুল্লা রামপুরের সপা বিধায়ক। রামপুরে এবার জয়াপ্রদাকে লড়তে হচ্ছে আজমের বিরুদ্ধে। জয়াপ্রদা সপা-তে থাকাকালেও তাঁর বলিউড যোগ টেনে তাঁকে ‘নাচনে গানেওয়ালি’ বলতেন আজম। বিতর্কিত মন্তব্যের জন্য বারংবার নিন্দিত, সমালোচিত আজম সম্প্রতি জনসভায় জয়াপ্রদার ‘অন্তর্বাসের রং’ নিয়ে কুরুচিকর কটাক্ষ করে নির্বাচন কমিশনের রোষে পড়েন। এজন্য তাঁর ভোটপ্রচারে ৭২ ঘন্টার নিষেধাজ্ঞা জারি করে কমিশন।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জ্যোতিষ
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)