এক্সপ্লোর
Advertisement
(Source: Poll of Polls)
ভুয়ো ভোটার? বোরখা পরা মহিলাদের পরিচয় যাচাই করুন পুরুষ ভোটকর্মীরাই, দাবি উত্তরপ্রদেশের বিজেপি সাংসদের
যদিও এ ব্যাপারে উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী অফিসার এল বেঙ্কটেশ্বরালুর দাবি, মহিলা ভোটারদের পরিচয় খতিয়ে দেখতে মহিলা ভোটকর্মীরা মোতায়েন রয়েছেন।
লখনউ: মহিলা ভোটকর্মী না-থাকা বুথে বোরখায় মুখ ঢাকা মহিলাদের পরিচয় খতিয়ে দেখুন পুরুষ ভোটকর্মীরা। ভুয়ো ভোটার ঠেকাতে দাবি তুললেন উত্তরপ্রদেশের মুজফফরনগরের বিজেপি সাংসদ সঞ্জীব বালিয়ান। প্রত্যাশিত ভাবেই এহেন দাবি করে বিতর্কে জড়িয়েছেন তিনি। বালিয়ানের যুক্তি, একই লোক বোরখায় মুখ ঢেকে চার-পাঁচবার ভোট দিতে এলে কী করে বুঝবেন, নিশ্চিত হবেন। মুখ দেখে পরিচয় যাচাই না করে কি ভোট দিতে দেওয়া যায়? কোনও মহিলা কনস্টেবল নেই। বুথে যদি মহিলা ভোটারদের লম্বা লাইন থাকে আর কোনও মহিলা ভোটকর্মীই না থাকেন, তবে পুরুষ ভোটকর্মীদেরই পরীক্ষা করতে হবে।
যদিও উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী অফিসার এল বেঙ্কটেশ্বরালুর দাবি, মহিলা ভোটারদের পরিচয় খতিয়ে দেখতে মহিলা ভোটকর্মীরা মোতায়েন রয়েছেন। তিনি বলেছেন, জেলা ম্যাজিস্ট্রেটরা মহিলা ভোটারদের পরিচয় পরীক্ষা করে দেখতে মহিলা কর্মীদের নিয়োগ করবেন, এমন ব্যবস্থা চালু আছে। যেখানেই বোরখা পরা মহিলা ভোটাররা যাবেন, তাঁদের পরিচয় যাচাই করে দেখার জন্য মহিলা ভোটকর্মীরা রয়েছেন।
বালিয়ানের মন্তব্যের নিন্দা করেছে কংগ্রেস।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
জেলার
Advertisement