এক্সপ্লোর
Advertisement
মৃত্যুর আগে পর্রীকরের দিয়ে যাওয়া পরামর্শ গোয়ায় বিজেপির নির্বাচনী প্রচারে অন্তর্ভুক্ত হয়েছে, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
পানাজি: গোয়ায় দলের নির্বাচনী প্রচারের জন্য প্রয়াত মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের দিয়ে যাওয়া প্রস্তাব, ইনপুট অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নায়েক। ৬৩ বছরের পর্রীকর এক বছরের বেশি সময় প্যাংক্রিয়াসের অসুখে ভুগে গত ১৭ মার্চ মারা যান পর্রীকর, যিনি দেশের প্রতিরক্ষামন্ত্রকও সামলেছেন এক সময়।
নায়েক বলেছেন, ভোট প্রচারে পর্রীকরের অভাব টের পাচ্ছি অবশ্যই। সভা-সমাবেশে আমাদের মূল বক্তাদের মধ্যে ছিলেন তিনি, লোক টানার ক্ষমতাও ছিল। পর্রীকর সবসময়ই বিজেপির নির্বাচনী কৌশল নির্ধারণের প্রধান লোক ছিলেন বলেও জানিয়েছেন উত্তর গোয়ার চারবারের বিজয়ী নায়েক। বলেছেন, এবারও মৃত্যুর আগে দলের বিভিন্ন বৈঠকে হাজির থেকে মূল্যবান পরামর্শ দিয়েছিলেন পর্রীকর, যেগুলি দলের প্রচারে রাখা হয়েছে। কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রকের মন্ত্রী নায়েকের দাবি, উত্তর গোয়ায় গত ৫ বছরে এমপি স্থানীয় এলাকা উন্নয়ন কর্মসূচির আওতায় তিনি প্রায় এক হাজার কাজ করেছেন। ফের জিতলে আরও ৩০০ কাজ হাতে নেবেন।
উত্তর গোয়ায় তিনি এবার লড়ছেন কংগ্রেস, আপ প্রার্থীদের বিরুদ্ধে। ২৩ এপ্রিল গোয়ার দুটি লোকসভা ও তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement