এক্সপ্লোর
Advertisement
ভারতে গরম পড়লেই বিদেশে চলে যান রাহুল গাঁধী, বললেন অমিত শাহ
মধ্যপ্রদেশে দ্বিতীয় দফার লোকসভা ভোটের আগে রাজগড় জেলায় এক নির্বাচনী সভায় শাহ বলেন, ২০১৪-তে ক্ষমতাসীন হওয়ার পর একদিনও ছুটি নেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বায়োরা: ভারতে গরম পড়লেই কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী বিদেশে ‘এমন জায়গায় চলে যান যে তাঁর মায়েরও জানা থাকে না’। এমনই মন্তব্য করলেন বিজেপি সভাপতি অমিত শাহ।
মধ্যপ্রদেশে দ্বিতীয় দফার লোকসভা ভোটের আগে রাজগড় জেলায় এক নির্বাচনী সভায় শাহ বলেন, ২০১৪-তে ক্ষমতাসীন হওয়ার পর একদিনও ছুটি নেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সভাপতি বলেছেন, ‘দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করেন মোদিজী। অন্যদিকে,কংগ্রেস সভাপতি নিয়মিতই ছুটি কাটাতে যান এবং এমনকি তিনি কোথায় গিয়েছেন, তা তাঁর মায়েরও জানা থাকে না’।
বিজেপি সভাপতি বলেন, ‘গত ২০ বছরে একদিনও ছুটি নেননি মোদিজী এবং দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। আর আমাদের রাহুল বাবা মাঝেমধ্যেই ছুটি কাটাতে চলে যান এবং তখন তাঁর মা প্রশ্ন করতে থাকেন:আমার ছেলে কোথায় গেছে’।
শাহ বলেছেন, মোদি সরকার দেখিয়ে দিয়েছে যে, কোনও সন্ত্রাসবাদী হামলা হলে ছেড়ে কথা বলা হবে না। ভারত তার উপযুক্ত জবাব দেবে।
অমিত শাহ বলেছেন, ‘গুলির জবাব গুলিতেই দেওয়া হবে’।
কংগ্রেস নেতাদের সঙ্গে কংগ্রেস নেতাদের কোনও ‘রক্তের সম্পর্ক’ রয়েছে কিনা, সেই প্রশ্নও তোলেন বিজেপি সভাপতি। তিনি বলেন, ‘মোদি যখন জঙ্গিদের মারেন, তখম দুই পক্ষ দুঃখ পায়। একপক্ষ হল পাকিস্তান এবং অন্যপক্ষ রাহুল বাবা ও তাঁর কোম্পানি’।
কেন্দ্রের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত ২৪.৫০ লক্ষ লোককে নিখরচায় চিকিত্সা দেওয়া হয়েছে।
মধ্যপ্রদেশের ২৯ লোকসভা আসনের মধ্যে ছয়টি আসনে গত ২৯ এপ্রিল ভোটগ্রহণ করা হয়েছে। বাকি আসনগুলিতে আগামী ৬,১২ এবং ১৯ মে ভোটগ্রহণ করা হবে।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement