উত্তর ২৪ পরগনা: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে ফের খবরের শিরোনামে সন্দেশখালি। সন্দেশখালিতে পুলিশের ওপর আক্রমণের ঘটনায় (Sandeshkhali Police Attacked) প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। আটক ৩জনই তৃণমূল নেতা (TMC Leader)। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। শীতুলিয়া পুলিশ ক্যাম্পে ৩জন কনস্টেবল ছিলেন। ক্যাম্পের ভিতরে ঢুকে পুলিশ কনস্টেবল সন্দীপ সাহার মাথায় রড দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ।
আটক ৩ জনই TMC নেতা,আহত কনস্টেবলের আজই মাথায় অস্ত্রোপচার
ওদিকে আহত কনস্টেবল আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গিয়েছে, আহত কনস্টেবলের মাথায় গুরুতর চোট আছে। মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত অস্ত্রোপচার করে বার করতে হবে। আজই মাথায় অস্ত্রোপচার করতে হবে বলে জানা গিয়েছে। আইটিইউ-তে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন কনস্টেবল। কেন সন্দীপ সাহার ওপরেই আক্রমণ তা নিয়ে এখনও ধন্দে পুলিশ।
লোকসভা ভোটের আগে শিরোনামে সন্দেশখালি
এমনিতেই লোকসভা ভোটের আগে সবার নজর সন্দেশখালির দিকে। কারণ নারী নির্যাতন থেকে শুরু করে জমি দখল-সহ একাধিক ভয়াবহ অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান। তাই শাসকদল ও বিরোধী দলের তরফে কাকে প্রার্থী হিসেবে দাঁড় করানো হবে, তা নিয়ে যথেষ্টই চিন্তাভাবনা করেছে রাজনৈতিক দলগুলি। বসিরহাটে এবারের বিজেপি প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে রেখা পাত্রকে। অপরদিকে শাসকদলের হয়ে তাঁর বিপরীতে দাঁড়িয়েছেন হাজি নরুল ইসলাম।
মোদির মুখে বারবার উঠে আসে সন্দেশখালি ইস্যু
চলতি বছরে বাংলার ভোট প্রচারে এসে নরেন্দ্র মোদির মুখে বারবার উঠে আসে সন্দেশখালি ইস্যু। সন্দেশখালির অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করেছে তৃণমূল, কিন্তু তাদের শাস্তি দিতে বিজেপি প্রতিজ্ঞাবদ্ধ। গোটা জীবন তাদের জেলেই কাটবে। সম্প্রতি কোচবিহারে দাঁড়িয়ে সন্দেশখালি ইস্য়ুকে হাতিয়ার করেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে মহিলা ভোটারের হার প্রায় ৪৯ শতাংশ। অর্থাৎ মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা। সেকথা মাথায় রেখে, মহিলা ভোট নিজেদের দিকে টানতে সক্রিয় তৃণমূল-বিজেপি দুই শিবিরই। সন্দেশখালির নারী নির্যাতনের অভিযোগকে হাতিয়ার করে সরব হন নরেন্দ্র মোদি ।
আরও পড়ুন,'মোদির মতো স্বভাব হয়েছে দিল্লি পুলিশের..', নিশানা দোলার, পাশে দাঁড়াল AAP
মোদি বলেন, 'বিজেপিই একমাত্র, যারা মা-বোনেদের ওপর হওয়া অত্য়াচার বন্ধ করতে পারে। পুরো বাংলা, পুরো দেশ দেখছে, কীভাবে TMC সরকার সন্দেশখালির দোষীদের বাঁচানোর জন্য় সর্বশক্তি প্রয়োগ করছে। সন্দেশখালির মহিলাদের সঙ্গে যা হয়েছে, তা তৃণমূলের অত্য়াচারের পরাকাষ্ঠা।'