জলপাইগুড়ি: ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ (Jalpaiguri Storm) বিতর্কে এবার সরাসরি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের (Abhishek Banerjee)। '৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে ঢুকবে ১ লক্ষ ২০ হাজার টাকা। নির্বাচন কমিশন সরকারের বিরুদ্ধে এফআইআর করলে করুক',ময়নাগুড়ির সভা থেকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের।'অসমে বিহু উৎসবের কমিটিগুলিকে দেড় লক্ষ টাকা দেওয়ার অনুমতি। বাংলায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষেত্রে টাকা দিতে বাধা কেন?'নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রশ্ন অভিষেকের।ভোটের পর ক্ষতিগ্রস্তদের তৃণমূলের তরফে আরও ২০ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি। দিনকয়েক আগে কয়েক সেকেন্ডের ঝড়ে তছনচ হয়ে গেছিল জলপাইগুড়ির একাংশ। শুক্রবার সেই জলপাইগুড়ি থেকেই একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে উত্তরবঙ্গের মানুষকে বোকা ভাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলে কটাক্ষ করেছে বিজেপি।
দিনকয়েক আগে ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি থেকে শুক্রবার প্রতিশ্রুতির ঝড় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়ির সভায় দাঁড়িয়ে মনে করালেন প্রতিশ্রুতি পূরণের কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'ময়নাগুড়িতে বলেছিলাম, মহকুমা হাসপাতাল ১০০ বেডের হবে। জুন মাসে নির্বাচন শেষ হলে ৩ মাসের মধ্যে ১০০ বেডের হাসপাতাল করব।'মালবাজারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের গলায় শোনা গেল নতুন প্রতিশ্রুতির কথাও।
অভিষেক আরও বলেন, 'মালবাজার থেকে দুটো জিনিস বলব। মেখলিগঞ্জ হলদিবাড়ি শহরে একটা রেলব্রিজ দরকার। আমরা খোঁজ করেছি, ১৮ কোটি টাকা দরকার। নির্বাচন মিটলে ৩ মাসে করে দেব। মালবাজারে ১৫০ কোটির একটা ব্রিজ লাগবে। নির্বাচন শেষের আগে কাজ করব। নির্মলদা জিতলে ওর হাত ধরেই হবে। জলপাইগুড়ি লোকসভায় জিতলে আমরা ঘরের টাকা রাজ্য সরকার থেকে ৩১ ডিসেম্বর, ২০২৪ এর মধ্যে দিয়ে দেব। ক্ষমতায় থাকলে মোদি ৫ বছরে একবার আসেন। ক্ষমতায় না থাকলে ২০ বছরে বাংলায় পা রাখবে না। আমরা হারলেও পাশে থাকি কিন্তু।'
আরও পড়ুন, উনি বুঝেছেন পুলিশকে ক্য়াডারে পরিণত না করলে জেতা যাবে না : শুভেন্দু
অপরদিকে , জলপাইগুড়ি বিজেপি জেলা সম্পাদক শ্যাম প্রসাদ বলেন, 'উত্তরবঙ্গের মানুষকে বোকা ভাবেন ভাইপো। রেলের প্রস্তাব আগেই দেওয়া আছে।ভাইপো উত্তরবঙ্গ বলে কিছু জানে না।'কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় উত্তরবঙ্গের একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা। যাকে কেন্দ্র করে ভোটের মরশুমে রাজনীতির ঝড় উঠেছে। জলপাইগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য নিয়ে এদিনও নির্বাচন কমিশনের প্রসঙ্গ টেনে আনেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ।