সোমনাথ মিত্র, গোঘাট: লোকসভা নির্বাচনের (Loksabha Elections 2024) দিনক্ষণ প্রকাশিত হওয়ার পর থেকে একে অপরের বিরুদ্ধে কু-কথার বন্যা বইয়ে দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। কেউ কেউ আবার ব্যক্তিগত আক্রমণও করছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েই রাজনীতিতে বন্ধুত্বপূর্ণ ও সৌজন্যমূলক প্রতিযোগিতার পক্ষে সম্প্র্রতি জোরালো সওয়াল করেছেন ঘাটালের তৃণমূল কংগ্ৰেসের সেলিব্রেটি প্রার্থী দেব। এবার সেই সৌজন্য রাজনীতির এক অনন্য ছবি ধরা পড়ল তৃণমূল কংগ্ৰেসের আরেক প্রার্থীর ভোট প্রচারে। যা বর্তমান রাজনীতির কাদা ছোঁড়াছুঁড়ির মাঝে এক ইতিবাচক ইঙ্গিত বলেই মত রাজনৈতিক মহলের।


রবিবার গোঘাট ১ নম্বর ব্লকে ভোট প্রচার করেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগ। গোঘাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস মজুমদার সহ দলীয় কর্মীদের নিয়ে পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার করেন মিতালী। প্রচারের সময় গোঘাটের টেলিগ্রাম এলাকায় পুড়শুড়ার বিজেপি বিধায়ক তথা বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের বাড়িতেও পৌঁছান তৃণমূল প্রার্থী। যদিও বিজেপি নেতা সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না। তৃণমূল প্রার্থী সটান বাড়িতে ঢুকে ঠাকুমা ভালো আছেন বলে বিজেপি নেতা বিমান ঘোষের মাকে প্রণাম করে ভোট প্রচার করেন। পাল্টা বিজেপি বিধায়কের মা প্রার্থীর মাথায় হাত দিয়ে আর্শীবাদও করেন। এর পাশাপাশি বিজেপি বিধায়কের আত্মীয়-স্বজনের সঙ্গেও সৌজন্য বিনিময় করে আশীর্বাদ প্রার্থনা করেন মিতালীদেবী।


এপ্রসঙ্গে তৃণমূল প্রার্থী মিতালী বাগ বলেন, আমরা মানুষের মধ্যে কোনও ভেদাভেদ দেখি না। ওখানে মন্দিরের পাশেই বিমান বাবুর বাড়ি ছিল। এলাকায় যেমন অন্যান্য বাড়িতে যাচ্ছিলাম তেমনি বিমান বাবুর বাড়িতেও আমরা যাই। ওনার বাবা ও মা সহ আত্মীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রণাম করে আশীর্বাদ নিই। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্পের সুবিধা ওনারা পাচ্ছেন কিনা সেটাও জানতে চাই। ওনারা জানিয়েছেন আমরা পাচ্ছি। ওনারা আমাকে আশীর্বাদও করেছেন।


এদিকে এই ঘটনা প্রসঙ্গে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, "উনি আসতেই পারেন। সবার অধিকার আছে সবার কাছে যাবার। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তবে এই যাওয়ার মাধ্যমে যদি কেউ রাজনীতি করার চেষ্টা করে, সেটা ভুল।"


প্রসঙ্গত উল্লেখ্য, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে তাঁর প্রথম নির্বাচনী প্রচার শুরু করেন এই আরামবাগ লোকসভা এলাকা থেকেই। এরপর শুভেন্দু অধিকারী এই লোকসভার অন্তর্গত তারকেশ্বরে  বিজয় সংকল্প সভা করে তৃণমূল প্রার্থীকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে গেছেন । গতবারে আরামবাগ লোকসভা থেকে মাত্র ১১৪২ ভোটে জয়ী হন তৃণমূল কংগ্রেসের অপরূপা পোদ্দার। কিন্তু, প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারকে এবারে টিকিট দেয়নি দল। তাঁর বদলে গোঘাটের লড়াকু মহিলা সদস্য মিতালী বাগকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীও আরামবাগে নির্বাচনী প্রচার সভা করেছেন। আরামবাগ লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে চারটি বিধানসভা বিজেপির দখলে এবং গত পঞ্চায়েত নির্বাচনেও জেলার অন্যান্য জায়গার থেকে আরামবাগ লোকসভা এলাকায় বিজেপি অনেকটাই ভালো ফলাফল করেছে । তাই গেরুয়া শিবিরের কাছে আরামবাগ লোকসভা কেন্দ্রটি যতটা চ্যালেঞ্জের , রাজ্যের শাসকদলও মরিয়া এই কেন্দ্রটি ধরে রাখতে। সেই জায়গায় দাঁড়িয়ে মিতালী বাগের এই সৌজন্যমূলক জনসংযোগ জেলা রাজনৈতিক মহলে এখন চর্চার বিষয় ও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।


আরও পড়ুন: Mamata Attacks BJP: "চুরির প্রমাণ দেখান", খড়গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপিকে তোপ মমতার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।