International Mother’s Day 2024: আন্তর্জাতিক মাতৃদিবস মায়েদের জন্য একটি বিশেষ দিন। সারাবছর ধরে তাদের অক্লান্ত পরিশ্রমকে স্মরণ করেই এই বিশেষ দিনটি পালন করা হয়। তবে এই দিনটির শুরুয়াৎ কী করে হয়েছিল ? কে ছিলেন এমন একটি দিন উদ্ভাবনের নেপথ্যে ? জানলে একটু অবাক হতে হয়। তবে প্রথমেই বলে রাখা ভাল, দিনটি মোটেই হাল আমলের ভাবনা নয়। কুড়ি শতকের গোড়াতেই এই দিনটির কথা ভাবা হয়েছিল। ভেবেছিলেন একজন তরুণী। তাঁর নাম অ্যানা জারভিস। কিন্তু ঠিক কী কারণে এই দিনটি উদযাপনের কথা মাথায় এসেছিল অ্যানার ?
আন্তর্জাতিক মাতৃদিবসের নেপথ্যে যিনি
১৯০৭ সালে অ্যানা জারভিস প্রথম এই দিনটির সূচনা করেন। এই নিয়ে জনমত সংগঠিত করেছিলেন। কিন্তু এই গোটা ব্যাপারটির নেপথ্যে ছিল তাঁর মায়ের একটি স্মৃতি। অ্যানার মা ছিল অ্যান রিভিস জারভিস। তিনি একাধারে স্কুল শিক্ষিকা ও সমাজসেবী ছিলেন। মোট ১৩ শিশুর জন্ম দিয়েছিলেন অ্যান। কিন্তু বেশিরভাগ শিশুই অপুষ্টির শিকার হয়ে মারা যান। মাত্র চারজন শিশু বেঁচেছিল তাদের মধ্যে। অ্যানা ছিলেন অ্যানের দশম সন্তান।
সন্তানের মৃত্যু ডেকে আনল বিপ্লব
একের পর সন্তানের মৃত্যু বড় আঘাত হয়ে নেমে আসে অ্যানের বুকে। এর পর ষষ্ঠ সন্তানকে গর্ভে থাকাকালীন সক্রিয় হয়ে ওঠেন অ্যান। এলাকার পরিচিত মানুষদের নিয়ে তৈরি করেন মাদার্স ডে ওয়ার্ক ক্লাব। বিভিন্ন পরিবারকে সেখানে প্রশিক্ষণ দেওয়া হত। প্রশিক্ষণ দেওয়া হত - কীভাবে একজন হবু মায়ের যত্ন নিতে হয়, একজন প্রসূতি ও শিশুকে দেখভাল করতে হয়। অবগত করা হত কতটা জরুরি পরিচ্ছন্নতা, সঠিক মাত্রার পুষ্টি ও খাবারদাবার ইত্যাদি বিষয়ে। এভাবেই মাদার্স ডে-র ভিত পত্তন হয়ে গিয়েছিল ১৯ শতক শেষ হওয়ার আগেই।
অ্যানার স্মৃতি
১৮৭৬ সালে অ্যানার যখন বারো বছর বয়স, একদিন সে মাকে দেখে ফেলে প্রার্থনারত অবস্থায়। তাঁর মাকে সে বলতে শোনে, ‘নিশ্চয়ই একদিন কেউ না কেউ মায়েদের অসীম অবদানকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে মাতৃদিবস পালন করবে।’ অ্যানা সেই কথা রেখেছিলেন। অ্যান মারা যান ১৯০৫ সালে। এর দুই বছরের মাথায় ১৯০৭ সালে শুরু হয় আন্তর্জাতিক মাতৃদিবস পালন।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Happy Mothers Day 2024 Wishes: মাকে ভালবাসা জানিয়ে শুরু হোক মাতৃদিবস, পাঠান বিশেষ শুভেচ্ছাবার্তা