বীরভূম: সম্প্রতি আরামবাগে মমতার সভায় অপরূপাকে উঠতে না দেওয়ার অভিযোগ উঠেছিল। আর এবার প্রেক্ষাপট আলাদা হলেও, শাসকদলের ছায়া গেরুয়া শিবিরেও। অমিত শাহের (Amit Shah) মঞ্চের পিছনে দীর্ঘক্ষণ বসে থাকলেও মঞ্চে ডাকা হল না দেবাশিস ধরকে (Debasis Dhar)। এমনকী অমিত শাহের সঙ্গে তাঁকে দেখাও করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। রাজ্য এবং জেলার কয়েকজন বিজেপি নেতা দেবাশিস ধরে মঞ্চে উঠতে বাধা দিয়েছেন বলে অভিযোগ। গতকাল বীরভূমের রামপুরহাটে অমিত শাহের সভায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। প্রার্থী পদে মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার পর দেবাশিস ধরকে নিয়ে ফের বিতর্ক।'এরকমভাবে বিভাজন করা উচিত নয়', প্রতিক্রিয়া দেবাশিস ধরের। 


বিজেপি রাজ্য় এক্সিকিউটিভ কমিটির সদস্য় দেবাশিস ধর বলেন, 'আমি আগেভাগেই বলেছিলাম যে আমি প্রোগ্রামে থাকতে চাই। জানি না কী কারণে ওঁরা প্রোগ্রাম সূচি বানিয়েছিলেন। সেখান থেকে আমাকে হয় তো রাখেননি।' বিজেপিতে যোগ দেওয়ার এক মাসের মধ্যেই কি দলের প্রতি মোহভঙ্গ হল রাজ্য এক্সিকিউটিভ কমিটির সদস্য ও প্রাক্তন IPS দেবাশিস ধরের? শুক্রবার অমিত শাহের প্রচারসভার মঞ্চে জায়গা না পাওয়ায়, দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ায় উঠে এল এই প্রশ্ন। বীরভূমে তৃণমূলের শতাব্দী রায়ের বিরুদ্ধে এবার তাঁকেই প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু, রাজ্য় সরকারের তরফে নো-ডিউ সার্টিফিকেট না মেলায় শেষমুহূর্তে দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয়ে যায়। সেই জায়গায় বীরভূমে বিজেপির প্রার্থী হয়েছেন দেবতনু ভট্টাচার্য। শুক্রবার তাঁর সমর্থনেই রামপুরহাটে সভা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর।
 
বিকেল ৫টায় সভামঞ্চে পৌঁছন শাহ।৪০ মিনিট অর্থাৎ ৫টা ৪০ পর্যন্ত মঞ্চে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।অন্যদিকে বিকেল ৫টার আগেই সভাস্থলে পৌঁছে যান দেবাশিস ধর। কিন্তু, তাঁর অভিযোগ, মঞ্চের পিছনে দীর্ঘক্ষণ বসে থাকলেও, তাঁকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি। এমনকী অমিত শাহের সঙ্গে তাঁকে দেখাও করতে দেওয়া হয়নি। এর আগে তেসরা মে প্রধানমন্ত্রীর সভাতেও তাঁকে ব্রাত্য করে রাখার অভিযোগ তুলেছেন প্রাক্তন IPS। 


আরও পড়ুন, 'ওঁর সাদা চুল কালো করে পাঠাব..', প্রচারে নেমেই সুজনকে নিশানা মদনের


 দেবাশিস ধর বলেন,' যারা উদ্য়োক্তা আছেন তারা এই ব্য়াপারটা ঠিক করেছেন। পুরোপুরি তাদের মতামত নিয়ে বা তারা যেভাবে প্রোগ্রামটা সাজিয়েছেন। আমি যখন শুনেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর যে দিন সভা ছিল বা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও যে দিন সভা ছিল দু'দিনই আমি আগেভাগেই বলেছিলাম যে আমি প্রোগ্রামে থাকতে চাই। জানি না কী কারণে ওঁরা প্রোগ্রাম সূচি বানিয়েছিলেন। সেখান থেকে আমাকে হয় তো রাখেননি। প্রোটোকল অনুযায়ী আমার ওখানে থাকা দরকার ছিল। সেই জন্য় আমি গেছিলাম।' বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,' আমার মনে হয় না এরকম কোনও ঘটনা ঘটেছে। তবুও আমি খোঁজ নিয়ে দেখব বিষয়টি কী হয়েছে। আমি কথা বলব ওঁর সাথে যদি এরকম কোনও ঘটনা ঘটে থাকে।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।