কলকাতা: সোমবার চতুর্থ দফার ভোট, ২০ মে পঞ্চম দফার নির্বাচন (Lok Sabha Election 2024)। পঞ্চম দফার আগে জোরদার প্রচারে প্রধানমন্ত্রী (PM Modi in Bengal)। আজ রাতে ফের শহরে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি, রাতে থাকবেন রাজভবনে। এই নিয়ে ভোট ঘোষণার পর নবমবার রাজ্যে আসছেন মোদি। আগামীকাল পরপর ৪টি জনসভা করবেন প্রধানমন্ত্রী। আরামবাগ, হুগলি, ব্যারাকপুর, হাওড়ায় জনসভা করবেন মোদি (PM Modi)।
গত সপ্তাহেই মোদি এসেছিলেন রাজ্যে। পূর্ব নির্ধারিত সফর সূচি অনুযায়ীই বাংলায় এসেছিলেন। উঠেছিলেন রাজভবনেই। কিন্তু ওই রাতেই, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে একটি বিস্ফোরক অভিযোগ সামনে আসে। এদিকে ৩ মে ছিল মোদির একাধিক সভা। মূলত ১৩ মে অর্থাৎ চতুর্থ দফা ভোটের প্রচারে সেবার এসেছিলেন নির্দিষ্ট কেন্দ্রগুলিতে। সেই ভোট কাল বাদে পরশু। তবে এবার তিনি এসেছেন ২০ মে পঞ্চম দফার নির্বাচনের ভোটের প্রচারের জন্য রাজ্যে।
সম্প্রতি রাজ্য়ে এসে তৃণমূলকে ১৫-টি আসনে সীমাবদ্ধ করার ভবিষ্য়দ্বাণী করেছিলেন নরেন্দ্র মোদি। মোদির কথায় , 'দেশে সরকার কে গঠন করবে? TMC তো পুরো দেশে ১৫টি আসনে জিততে পারবে না।' এর আগে ভোট প্রচারে এসে রাজ্য় বিজেপিকে ৪২ আসনের মধ্য়ে ৩০-এর লক্ষ্য়মাত্রা বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। আর তৃণমূলকে ১৫-তে সীমাবদ্ধ করার ভবিষ্য়দ্বাণী করেছিলেন নরেন্দ্র মোদি। এর আগে কৃষ্ণনগর, বর্ধমান-দুর্গাপুর ও বীরভূম তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার করেন প্রধানমন্ত্রী। এরমধ্য়ে, নদিয়ার তেহট্টের সভা থেকে তৃণমূলকে আসন সংখ্য়া নিয়ে আক্রমণ শানিয়েছিলেন তিনি।
মোদি বলেছিলেন, 'আপনারা বোঝান, বলুন, TMC ১৫ সিট নিয়ে সরকার তৈরি করতে পারবে? এই নির্বাচনে সব স্পষ্ট। যদি কেউ সরকার বানায়, তা শুধুমাত্র BJP-NDA সরকারই হবে।' এরপরেই পাল্টা ময়দানে মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন,একটা বাচ্চা ছেলে যদি মিথ্যা কথা বলে, মা একটা থাপ্পর মেরে বলেন মিথ্যা কথা বলতে নেই। আর প্রধানমন্ত্রী যদি মিথ্যা বলেন, তাহলে তাঁকে কী করকতে হয়। ভোটের মাধ্যমে ভোটবাক্সে ভোটটা বন্ধ করে দিতে হয়। যাতে জীবনে আসতে না পারে।'
আরও পড়ুন, 'এভাবে বিভাজন করা উচিত নয়..', শাহের মঞ্চে ডাকা হল না দেবাশিস ধরকে
লোকসভা ভোটের আবহেই 'বিধানসভা ভোটে'র হুঁশিয়ারি দেন শুভেন্দুও। শুভেন্দু অধিকারী বলেন, 'এই চোর তৃণমূলকে তাড়াবেন তো? আপনি বিরোধী দলনেতাকে বিশ্বাস করেন তো? এমন সংখ্যা পাব আমরা এবারে, ছাব্বিশের গল্প নেই। কয়েক মাসের মধ্য়ে ভোট করিয়ে দেব। কয়েক মাসের মধ্য়ে ভোট করাবো।' পাল্টা মমতা বলেন,'আরে তৃণমূল তোদের দুর্নীতির কাছে চুনোপুঁটি। জানেই না কিছু। ভাজপা ওয়াশিং মেসিন। সব চোর, ডাকাত, মাফিয়া ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিচ্ছে। আর যেই ঢুকিয়ে দিয়ে বেরিয়ে আসছে কালোটা সাদা হয়ে যাচ্ছে। এদের মুখে ঝামা ঘষে দিতে হবে ভালো করে ভোটের মাধ্য়মে। '
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।