বর্ধমান: বর্ধমানে দিলীপের (BJP Candidate Dilip Ghosh) প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ধুন্ধুমার।  দিলীপ ঘোষের রোড শোয়ে অনুমতি না দেওয়ার অভিযোগ। প্রতিবাদে দিলীপের প্রতীকী পদযাত্রা ঘিরে ধুন্ধুমার। দিলীপ ঘোষের সামনেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। অনুমতি না দিলে, আগামীদিনে অনুমতি ছাড়াই পদযাত্রার হুঁশিয়ারি । হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। 


সম্প্রতি বর্ধমানে গো ব্যাক ও জয় বাংলা স্লোগানের মুখে পড়তে হয়েছিল দিলীপ ঘোষকে। চুপ কর পাগলা, তৃণমূল কর্মীদের পাল্টা জবাব দিয়েছিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। এদিন বর্ধমান শহরে প্রাতর্ভ্রমণে বের হয়েছিলেন দিলীপ। সেখানেই তাঁকে গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হয়েছিল। পাশাপাশি, প্রচারে গিয়ে এবার দিলীপ ঘোষকে নিশানা করেছিলেন জুন মালিয়া।


জুন মালিয়া বলেছিলেন, আপনারা দিলীপবাবুকে MLA, MP বানিয়েছেন। কিন্তু গত পাঁচ বছরে সংসদে গিয়ে আপনাদের হয়ে একটি কথাও বলেননি তিনি।  খড়গপুরে প্রচার সভা থেকে বিদায়ী বিজেপি সাংসদকে এভাবেই আক্রমণ করেছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। জুনের দাবি, গোলবাজার কর্মাসিয়াল হাব, সেখানে বহু ব্যবসায়ী দোকানে AC লাগানোর আবেদন জানিয়েছেন। কিন্তু বিদ্যুতের সমস্যা থাকায় সেই আবেদন মানা সম্ভব হচ্ছে না। সেই প্রসঙ্গেই দিলীপ ঘোষকে নিশানা করেছিলেন জুন মালিয়া।


তবে যতই আসুক নিশানা, বরাবরের মতোই খোশমেজাজে দিলীপ। ভোটের প্রচারে নানা ভূমিকায় দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। কখনও ছড়ি হাতে ঘুরছেন, কখনও হকি স্টিক। শায়েস্তা করার হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূলকে। আজ দুর্গাপুরে চা-চক্র সেরে তাঁকে মাছ কিনতেও দেখা গিয়েছিল। বেলা গড়ালেও প্রচারে খামতি নেই বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর। দুর্গাপুর স্টিল টাউনশিপে তাঁর সঙ্গে প্রচারে বেরোনো দলীয় নেতা, কর্মীদের ঠেকুয়া খাইয়েছিলেন দিলীপ ঘোষ। প্রচারের চোটে গরম বেড়ে গেছে, তাই ঠান্ডা রাখতে ঠেকুয়া খাইয়েছি, মন্তব্য রেখেছিলেন বিজেপি প্রার্থী।


আরও পড়ুন, শ্রমিকদেরকে মুচলেকা দেওয়ার জন্য চাপ দিচ্ছে TMC : বিস্ফোরক বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)