কলকাতা:  চতুর্থ দফার ভোটের দিনে তৃণমূলকে আক্রমণের সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এদিন তিনি কটাক্ষ করে বলেন, '৪জুনের ফলাফলের জন্য মানসিক শক্তি সঞ্চয় করুন। তেলঙ্গানায় ভোট শেষ হলেই হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী ঢুকবে। শেষ ২ দফায় ঢুকবে হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর জন্য আর খেলতে পারছে না তৃণমূল। কপালে দুঃখ আছে তৃণমূলের, এখন থেকেই তৈরি হোক', শীলভদ্র দত্তের সঙ্গে মনোনয়ন দিতে যাওয়ার সময় হুঙ্কার শুভেন্দুর। 

Continues below advertisement

তৃণমূলের খেলা শেষের হুঙ্কার শুভেন্দুর

এদিন শুভেন্দু অধিকারী বলেন,' কিছু নির্দিষ্ট জায়গায় গুন্ডামি করেছে। এবং এই গুন্ডামির খবর আমাদের কাছে ছিল।আমি ওভারঅল বলি, যে কায়দায় তৃণমূল এর আগে ভোট করেছে, করতে পারছে না। এখানে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ভোট ৯০ শতাংশ আছে। তাঁদেরকে ব্যবহার করছে।তৃণমূলের কপালে দুঃখ আছে। বলব বিজেপি কর্মীদের সঙ্গে সম্পর্কটা মধুর করুন। নইলে চার তারিখের পরে, অনেক কিছু ঘটবে।'

Continues below advertisement

কমিশনের প্রশংসায় কমিশন

তিনি আরও বলেন, 'কোথাও কোথাও , জেলার যারা সিভিল অফিসার, ভোট স্লো করাতে চাইছে, বিজেপি অধ্যুষিত এলাকায়।আমরা পুরোটা নজর রেখেছি। তৃণমূল যেকায়দায় বিগত ভোটগুলি করেছে, সেই কায়দাতে করতে পারছে না। সবমিলিয়ে যতটা ফেয়ার ইলেকশন করানো সম্ভব, সেটা করছে নির্বাচন কমিশন।' 

'২৬ পর্যন্ত মমতা বন্দ্য়োপাধ্যায়কে আমরা রাখব না'

সোমবার চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে। আর তার মধ্যেই ফের একবার তৃণমূলের সরকার ফেলার হুমকি শোনা গেল বিজেপির মুখে। এদিন শুভেন্দু পাশাপাশি অন্য একটি প্রেক্ষাপটের ইস্যুতে মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার মুখেও শোনা গেল তৃণমূল সরকারের ডেডলাইন। এদিন অগ্নিমিত্রা বলেছেন,' এই সরকার আর টিকবে না। ২৬ পর্যন্ত মমতা বন্দ্য়োপাধ্যায়কে আমরা রাখব না, তার আগে আমরা তাঁকে বিদায় জানাব।'

আরও পড়ুন, মহিলাদের সিড়ি হিসেবে ব্যবহার করে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা : অগ্নিমিত্রা

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।