আগামীকাল লোকসভা নির্বাচনের দিন ঘোষণা, আগামীকাল বেলা তিনটেয় লোকসভা নির্বাচনের দিন ঘোষণা। খবর ANI সূত্রে। ১৬ এপ্রিল প্রথম দফার ভোট ঘোষণার সম্ভাবনা। কমিশন সূত্রে বলা হয়েছে, শনিবার দুপুর তিনটে থেকে ECI এর সবকটি সোশ্যাল প্ল্যাটফর্মেই লাইভ দেখানো হবে লোকসভা ভোটের দিন ঘোষণা। একই সঙ্গে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনও ঘোষণা করতে পারে কমিশন। 


 






শনিবারই ২০২৪-এর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। লোকসভা ভোটের সঙ্গে কিছু বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। সাতেরও বেশি দফায় ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে।   


২০১৯ সালে সাত দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল । বর্তমান লোকসভার মেয়াদ ১৬ জুন, ২০২৪ এ শেষ হবে। তাই নিয়ম অনুসারে  তার আগে নতুন লোকসভা গঠন করতে হবে। ২০১৯ সালে, ১০ মার্চ সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল এবং তারপরে লোকসভা নির্বাচন সাত ধাপে অনুষ্ঠিত হয়েছিল। সেবার ১১ এপ্রিল শুরু হয়েছিল ভোটগ্রহণ। ২০১৯ সালে  ভোটের ফল ঘোষণা হয় ২৩ মে। এবার ভোটগ্রহণের প্রথম দফাটি হতে পারে ১৬ এপ্রিলের আশেপাশে। 


সূত্রের খবর, পশ্চিমবঙ্গে ভোট হতে পারে সাতেরও বেশি দফায় ভোটগ্রহণ হতে পারে। নির্বাচনের জন্য রাজ্যে থাকবে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনের দিন ঘোষণা হলেই দেশ জুড়ে লাগু হয়ে যাবে নির্বাচনী আচরণ বিধি। 


এর আগেই নির্বাচনী প্রচারে রাজনৈতিক নেতা-নেত্রী এবং তারকা-প্রচারকদের মন্তব্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে নির্দেশিকা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। প্রেস বিবৃতিতে সমস্ত রাজনৈতিক দলগুলিকে প্রচারে শালীনতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। জানিয়ে দেওয়া হয়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে জাতীয় নির্বাচন কমিশন কড়া ব্যবস্থা নেবে। কমিশনের প্রেস বিবৃতিতে বলা হয়, ধর্ম কিংবা জাতির নামে ভোট চাওয়া যাবে না। এমন কোনও মন্তব্য করা যাবে না যাতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ বা উত্তেজনা ছড়ায়। বিরোধিতার নামে ভোটারদের মন পেতে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারেও নিষেধাজ্ঞা জারি হয়। ব্যক্তি আক্রমণ থেকে শুরু করে মহিলাদের সম্মান রক্ষার্থেও কড়া নির্দেশিকা জারি করে জাতীয় নির্বাচন কমিশন। ধর্মীয় স্থানে ভোট প্রচারে নিষেধাজ্ঞা এবং সোশাল মিডিয়ার মাধ্যমে প্রচারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। 


আরও পড়ুন :


নন্দীগ্রামে পা-ভাঙা থেকে মাথার গভীর ক্ষত, একের পর এক চোটে জর্জরিত মুখ্যমন্ত্রী