আবীর দত্ত, ধনেখালি, হুগলি: ধনেখালিতে মুখোমুখি হুগলি লোকসভা (Hooghly Lok Sabha Election 2024) কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) এবং ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। একে অপরের দিকে ছুড়ে দিলেন একের পর এক অভিযোগ।
এই খানেই তৃণমূলকর্মীদের (TMC Agitation) বিক্ষোভের মুখে পড়েন লকেট চট্টোপাধ্যায়। বিজেপি প্রার্থীকে দেখে 'চোর চোর' স্লোগান তৃণমূলের। লকেটকে দেখে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। পাল্টা চোর স্লোগান বিজেপি কর্মীদেরও। শোনা যায় 'জয় শ্রীরাম' ধ্বনিও। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখে লকেট চট্টোপাধ্যায় বলেন, 'আসল জায়গায় পা দিয়েছি, তাই রাগ।'
এরই মাঝে অসীমা পাত্রের উদ্দেশে চোর স্লোগান দিতে থাকেন লকেট চট্টোপাধ্যায়। পাল্টা লকেটকে ডাকাত বলে সম্বোধন অসীমা পাত্রের।
অসীমা পাত্রের অভিযোগ, 'তাঁর দলের বুথ ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। কেন ক্যাম্প ভাঙচুর করা হল?' প্রশ্ন ধনেখালির তৃণমূল বিধায়কের। তৃণমূল কর্মীদের অভিযোগ, এখানে কোনও সমস্যা নেই। তাও কেন বিজেপি প্রার্থী সেখানে এসেছেন সেই প্রশ্ন তোলেন ওই কর্মীরা। তৃণমূল কর্মীদের কারও কারও অভিযোগ, বিজেপি প্রার্থী বুথের নম্বর বলতে পারেন না।
এদিন মইদিপুরের এই বুথে ভোট পরিদর্শনে এসেছিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তখনই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। দু-পক্ষের মধ্যে চলে কথা কাটাকাটি। ভোটারের লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজনও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এরই মাঝে বিজেপি প্রার্থীকে দেখে একজন চোর চোর স্লোগান দিতে থাকেন
অসীমা পাত্র বলেন, 'ওই ওই আমার বুথে কেন ঢুকেছে। আগে বলুক কেন ঢুকেছে? আমার বুথে ও কেন ঢুকেছে? তার জবাব ওকে দিতে হবে। আজকে লকেট চ্যাটার্জিকে ঘিরে ফেলব আমি।'
লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, 'তৃণমূল চোর, সব রিগিং হচ্ছিল। সবকটা এখানে চলে এসেছে। যারা লাইনে দাঁড়িয়ে ছিল।' সেই সময় এবিপি আনন্দের সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন 'তৃণমূলের বিধায়ক এখানে, কী বলবেন?' উত্তরে লকেট বলেন, 'যারা লাইনে দাঁড়িয়েছিল, পা দিয়ে দিয়েছি, চলে এসেছে। অসীমা চোর, অসীমা চোর, অসীমা চোর।'
দুই দলের মধ্যে চূড়ান্ত উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তুমুল চিৎকার-স্লোগান চলতে থাকে। এই আবহে সাধারণ ভোটাররা কীভাবে ভয়মুক্ত হয়ে ভোট দিতে আসবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আমডাঙায় 'দাবাং' পুলিশ! তাড়া খেয়ে পাটক্ষেতে লুকোল দুষ্কৃতীরা