সুনীত হালদার, শ্রীরামপুর: লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে ফের মাথা চাড়া দিল বিজেপির (BJP) আদি ও নব্য বিজেপি কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্ব (Inner clash)। এর জেরে বৃহস্পতিবার বিকেল থেকে হাওড়ায় (Howrah) শুক্রবার বিকেল পর্যন্ত ধর্ণা দিলেন পুরনো বিজেপি কর্মীরা। বিষয়টি প্রকাশ্যে এসে যাওয়ার পর কটাক্ষ করছে বিরোধীরা।


স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ও আইনজীবী কবীরশঙ্কর বসু হাওড়ার জগদীশপুর হাট এলাকায় একটি নির্বাচনী অফিস উদ্বোধন করতে আসেন। ওই এলাকার পুরনো বিজেপি কর্মীদের অভিযোগ, ওই অফিস উদ্বোধনের সময় কেন তাঁদের কোনও খবর দেওয়া হয়নি? এই প্রশ্ন করলে তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতা গোবিন্দ হাজরার অনুগামীরা তাঁদের মারধর করেন। এমনকী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে তাঁদের পেটানো হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলে জগদীশপুর ফাঁড়ির পুলিশ এসে দুই বিজেপি কর্মীকে থানায় তুলে নিয়ে যায় এবং কয়েক ঘন্টা আটক করে রাখে।


আরও পড়ুন: Lok Sabha Election 2024: বঙ্গে প্রথম দফার ৩ আসনে কেমন হল ভোট ? যা বলল কমিশন...


এরই প্রতিবাদে পুরনো বিজেপি কর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যে থেকে নির্বাচনী কার্যালয়ের উলটো দিকে ধরনায় বসেন। তাঁদের অভিযোগ, গোবিন্দ হাজরা তৃণমূল থেকে বিজেপিতে এসে পুরনো কর্মীদের ছেঁটে ফেলতে চাইছেন। এর জন্যেই তাঁদের মারধর এবং পুলিশ দিয়ে আটক করানো হয়। 


আরও পড়ুন: Mamata Banerjee : 'কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? ' মুর্শিদাবাদের মাটিতে মুখ্য়মন্ত্রীর নিশানায় এক পক্ষই


যদিও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংগঠনিক সহ সভাপতি গোবিন্দ হাজরা তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, দলের মধ্যে আদি এবং নব্যর মধ্যে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তৃণমূল কংগ্রেসের মদতে হাতেগোনা কয়েকজন তাঁদের বিরোধিতা করছেন। তাঁরা একসময় বিজেপি করলেও এখন সক্রিয়ভাবে করে না। এখন নির্বাচনের সময় তাঁরা দলীয় প্রার্থীকে জেতানোর জন্য ঝাঁপিয়ে পড়েছেন। এদিকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি শ্রীরামপুর লোকভার বিজেপি কবীরশঙ্কর বসুর কাছ থেকে।


আরও পড়ুন: Mamata Banerjee : 'কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? ' মুর্শিদাবাদের মাটিতে মুখ্য়মন্ত্রীর নিশানায় এক পক্ষই


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।