সমীরণ পাল, দেগঙ্গা: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গের (West Bengal) বিভিন্ন জায়গায় উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলির নেতা-কর্মীদের মধ্যে। তৃণমূল ও বিজেপির মধ্যে এখনই গণ্ডগোল শুরু হয়ে গেছে কিছু কিছু জায়গায়। এই পরিস্থিতিতে সমাজের বিভিন্ন স্তরে বিশিষ্ট মানুষরা বার্তা দিচ্ছেন সন্ত্রাসমুক্ত ভোটের জন্য। দেগঙ্গার বিস্তীর্ণ এলাকায় গিয়ে সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণ ভোটের (terror free election) বার্তা দিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী স্বপন দত্ত বাউলও। 


আরও পড়ুন: Nisith On Udayan:'ভোটের দিন উদয়নের গতিবিধি নিয়ন্ত্রণ হোক..', কমিশনকে চিঠি নিশীথের


বর্তমান পরিস্থিতিতে প্রতিবার নির্বাচন এলেই অনেক জায়গায় সাধারণ মানুষের মুখে একটাই কথা থাকে, নিজের ভোট নিজে দিতে পারবে তো? হিংসা, হানাহানি, বোমাবাজি ও খুনোখুনি মুক্ত ভোট হবে তো? মানুষের মনে ভয় ও দুশ্চিন্তা মুক্ত করতে খাজা আনোয়ার বেড় পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউলকে ২০২৪ সালের লোকসভা ভোটে সচেতনতার বার্তা দিতে দেখা গেল দেগঙ্গার বিস্তীর্ণ এলাকায়। দেগঙ্গার জীবনপুর, বেড়াচাঁপা ও চাকলা ধামে গিয়ে তিনি সন্ত্রাসমুক্ত ভোটের পক্ষে সচেতনতার বার্তা দেন বাউল গানের মাধ্যমে। 


গত ৪৪ বছর ধরে রাজ্যের প্রতিটি জেলায় গিয়ে পঞ্চায়েত ভোট ও পুর ভোটের পাশাপাশি লোকসভা ভোটে শান্তির বার্তা দিয়ে এভাবেই বিনা পারিশ্রমিকে হাতে একতারা নিয়ে গান গেয়ে মানুষকে সচেতন করছেন এই বাউল শিল্পী। 


আরও পড়ুন: Rachna Banerjee: রামনবমীতে হনুমান মন্দিরে দিলেন পুজো, প্রচারে বেরিয়ে BJP-কে খোঁচা TMC প্রার্থী রচনার


এপ্রসঙ্গে স্বপন দত্ত বাউল জানান, নির্বাচন কমিশনকে আরও কঠোর হতে হবে পাশাপাশি রাজ্য পুলিশ প্রশাসনকে সঠিক পদক্ষেপ নিতে হবে তাহলে সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণ ভোট হবে। আর তা যদি না হয় আবার বোমা বারুদের স্তুপ তৈরি হবে ভোট কেন্দ্রের বাইরে। ভোটারদের পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের কাছেও তিনি বার্তা পৌঁছান যে তাঁরা যেন ধর্মের ভিত্তিতে রাজনীতি না করেন। উলটে প্রতিটি মানুষের ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার থেকে কাউকে যেন বঞ্চিত না করা হয় সেই বিষয়টি সুনিশ্চিত করেন। তাঁর এই উদ্য়োগকে সাধুবাদ জানিয়েছেন বেশিরভাগ সাধারণ মানুষই।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।