সন্দেশখালি: ভোটের আগে বারবার শিরোনামে সন্দেশখালি। এবার বিজেপি নেত্রী পিয়ালি দাসের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ধর্ষণের মামলা তুলতে চাওয়ায় ভয় দেখানোর অভিযোগ উঠেছে। হুমকি দেওয়ার অভিযোগ, সন্দেশখালি থানায় এফআইআর দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে।
উল্লেখ্য, সন্দেশখালিকাণ্ডে ভাইরাল হয়েছে নতুন একটি ভিডিও। সেখানে এক মহিলা দাবি করছেন, তাঁর শাশুড়িকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়ে, পরে, ধর্ষণ, গালিগালাজ করা এবং পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়ার মতো মিথ্যা অভিযোগ করা হয়। এনিয়ে বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি । 'সাদা কাগজে সই করানোর অভিযোগ পুরোটাই মিথ্যে। যা হয়েছে থানার ভিতরে পুলিশের সামনেই হয়েছে', অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি সন্দেশখালির আন্দোলনকারীর।'যা বলেছেন, তাই জাতীয় মহিলা কমিশন লিখেছে' ৩ মাস পরে হঠাৎ কেন অভিযোগ? প্রশ্ন আন্দোলনকারীর।
সন্দেশখালিকাণ্ড বিজেপির পরিকল্পিত চক্রান্ত।এই দাবি করে তৃণমূলের পোস্ট করা এই ভিডিও ঘিরে ইতিমধ্য়েই রাজ্য় রাজনীতিতে ঝড় উঠেছে।তার মধ্যেই এবার ভাইরাল হল এই নতুন ভিডিওটি। যেখানে, সন্দেশখালির বাসিন্দা এই মহিলা দাবি করছেন,'জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের সামনে তাঁর শাশুড়িকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল।পরে, সেই সাদা কাগজে ধর্ষণ, গালিগালাজ করা এবং পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়ার মতো মিথ্যা অভিযোগ করা হয়।'
সন্দেশখালি থানায়, পিয়ালি দাসের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও গালিগালাজের লিখিত অভিযোগ করেছেন এই মহিলার শাশুড়ি। ইতিমধ্যেই মামলাও রুজু করেছে পুলিশ। এনিয়ে, তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়েছে,'৪ মে, সন্দেশখালির পর্দাফাঁসের পর থেকে বিজেপি তাদের জঘন্য অপরাধগুলোকে ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা করছে। কিন্তু, সত্যি কখনও বেশি দিন লুকিয়ে রাখা যায় না। বিজেপি এখনও বাংলার মহিলাদের কণ্ঠস্বরকে অসম্মানিত করবে, যখন তাঁরা বর্ণনা করছেন কীভাবে তাঁদের ভুয়ো ধর্ষণ অথবা নির্যাতনের অভিযোগ দায়ের করতে বাধ্য করা হয়েছিল? নরেন্দ্র মোদি ও অমিত শাহ- আপনারা যতই চেষ্টা করুন না কেন, বাংলায় যে সত্যের ঢেউ উঠছে, তা বাংলা-বিরোধী শক্তিকে ধুয়ে মুছে ফেলবে।'
আরও পড়ুন, বর্ধমানে দিলীপের প্রচারে 'বাধা', পুলিশের সঙ্গে ধস্তাধস্তি BJP কর্মীদের
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির তো ২টো অ্যাজেন্ডা ছিল, বাংলায় নির্বাচন লড়তে। এক হচ্ছে সন্দেশখালি, আর দুই হচ্ছে এসএসসি। সন্দেশখালির সত্য সামনে চলে এসেছে। বিজেপি যাঁকে প্রার্থী করেছে, সেই রেখা পাত্র বিজেপির মণ্ডল সভাপতির কথায় ২ হাজার টাকা নিয়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ করেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।