কলকাতা: বিপুল সাফল্যের পর দলের নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডাকলেন তৃণমূলনেত্রী (Mamata Banerjee)।  শনিবার বিকেল চারটেয় কালীঘাটে দলের নবনির্বাচিত প্রার্থীদের সঙ্গে বৈঠক।

  


গতকাল লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। বড়সড় সাফল্যের পর এবার দলের নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে দলের রণনীতি কী হবে? সেবিষয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আজই দিল্লিতে ইন্ডিয়া জোটের (I.N.D.I.A Allaince) বৈঠক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন। এবং সেখানে তিনি বৈঠকে যোগ দেবেন। আজকের বৈঠকে সরকার গঠনের তৎপরতা হলে কী হবে, তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি তৃণমূল দাবি করছে, তৃণমূলের নব নির্বাচিত সাংসদের মধ্যে ৩৮ শতাংশ হলেন মহিলা।


আরও পড়ুন, শিয়ালদায় কাল থেকে বন্ধ একাধিক প্ল্যাটফর্ম, দূরপাল্লার এই ট্রেনগুলি ছাড়বে কলকাতা স্টেশন থেকে..


 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।