Hair Care By Ghee Use: রসনাতৃপ্তিতে ঘিয়ের গুণের কথা আলাদা করে বলার কিছু নেই। কিন্ত শুধুই রসনাতৃপ্তি নয়। ঘি চুলের জন্যও বেশ উপকারী। ঘিয়ের মধ্যে একাধিক পুষ্টিগুণ রয়েছে। যা চুল পড়া আটকায়। পাশাপাশি চুল ঘন করে। এছাড়াও, আরও কিছু গুণ রয়েছে ঘিয়ের। জেনে নেওয়া যাক বিশদে।


ঘি কেন চুলের জন্য় সেরা



  • ঘি চুলের ফলিকলগুলিকে পুষ্টি জোগায়। মজবুত করে । ফলে চুল পড়া কমে যায়।

  • ঘি নতুন গোড়া পুষ্ট করে চুল গজাতে সাহায্য করে।

  • ঘিয়ের উপাদান স্ক্যাল্প মজবুত করে। ফলে খুশকির সমস্যার থেকে মুক্তি দেয়।

  • অ্যালোপেশিয়ার মতো সমস্যাতেও ঘি উপকারী বলে দাবি অনেক বিশেষজ্ঞদের।


ঘি-এর গুণাগুণ



  • অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ ঘি স্ক্যাল্পের অক্সিডেটিভ স্ট্রেস দূর করে। যার ফলে চুল ঘন হয়, মজবুত হয়, নতুন চুল গজায়।

  • ঘি-এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। চুলের জন্য জরুরি ভিটামিন ই ও ভিটামিন এ পাওয়া যায় ঘিয়ে।

  • ঘি চুল আর্দ্র রাখে। ফলে যাদের শুষ্ক চুলের সমস্যা, তাদের ঝামেলা অনেকটা কমে যায়।

  • চুলের মেরামতও করে ঘি। কারণ এর মধ্যে আর্দ্র রাখার সকল উপাদান।


ঘি-এর কোন কোন মিশ্রণ সেরা ?


১. হট ওয়েল ট্রিটমেন্ট -  ঘি ভাল করে গরম করে নিন যাতে একেবারে তরল হয়ে যায়। এবার এটি চুলের মধ্যে মাখিয়ে একটি তোয়ালে দিয়ে মাথা ঢেকে নিন। ১ ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।


২. হেয়ার মাস্ক - ঘি চুলে লাগানোর জন্য হেয়ার মাস্ক বানাতে পারেন। হেয়ার মাস্ক বানাতে প্রথমে ঘি গরম করে নিন। এবার হাতের তালুতে মাখিয়ে চুলের গোড়ায় আঙুল চালিয়ে স্ক্যাল্পে লাগান। কিছুক্ষণ এভাবে রাখার পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।


৩. লিভইন কন্ডিশনার - অনেকেই চুলের পরিচর্যা করার জন্য পর্যাপ্ত সময় পান না। এর জন্য ঘি স্ক্যাল্পে লাগানো গেলেও চুলের আগায় লাগান। অর্থাৎ চুলের যে আগা ফাটা, ভাঙা সেখানে লাগালেও উপকার পাবেন।


৪. স্ক্যাল্প মাসাজ -  স্ক্য়াল্প মাসাজ হল মাথার ত্বকের মাসাজ। এর জন্য প্রথমে ঘি ভাল করে গরম করে নিতে হবে। এর পর সেটি দিয়ে স্ক্যাল্পে ১০ মিনিট মাসাজ করুন।


ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আরও পড়ুন - Weight Loss Recipe: ওজন কমাতে সকালের জলখাবারে খান ড্রামস্টিক পরোটা ! জানুন রেসিপি


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।