Lok Sabha Election 2024 Date Live: সাত দফায় দেশের ৫৪৩ আসনে লোকসভা নির্বাচন, ভোটগণনা ৪ জুন

Lok Sabha Election 2024 Date Schedule Live: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হল। মোট সাত দফায় নির্বাচন দেশে।

ABP Ananda Last Updated: 16 Mar 2024 04:28 PM

প্রেক্ষাপট

কলকাতা: বেজে গেল লোকসভা ভোটের ঘণ্টা! ১৯ এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে লোকসভা ভোটের যুদ্ধ! চলবে ৭ দফায়। ৭ দফায় ভোট হবে পশ্চিমবঙ্গেও। লোকসভা ভোটের সঙ্গেই দেশজুড়ে ২৬টি বিধানসভা কেন্দ্রে...More

Lok Sabha Elections 2024 Timetable Live Updates: একটি দফায় ভোট কোথায়, সাত দফায় ভোট কোথায়, জানুন বিশদ

একদফায় নির্বাচন রয়েছে অরুণাচলপ্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপ, অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, দাদর ও নগর হাভেলি, দিল্লি, গোয়া, গুজরাত, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, কেরল, লক্ষদ্বীপ, লাদাখ, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, পুদুচ্চেরী, সিকিম, তামিলনাড়ু, পঞ্জাব, তেলঙ্গানা এবং উত্তরাখণ্ডে।


দ্বিতীয় দফায় নির্বাচন রয়েছে কর্নাটক, রাজস্থান, ত্রিপুরা, মণিপুরে। তৃতীয় দফায় নির্বাচন ছত্তীসগঢ়, অসমে। চতুর্থ দফায় ওড়িশা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডে নির্বাচন রয়েছে। পঞ্চম দফায় নির্বাচন মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীরে। সপ্তম দফায় নির্বাচন উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গে।