কলকাতা: শুক্রবার মনোনয়ন পেশ করলেন একাধিক তারকা প্রার্থী (Loksabha Election 2024)। কালীঘাট থেকে মিছিল করে মনোনয়ন জমা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন জমা সৌগত রায়-সুজন চক্রবর্তী। রোড শো করে মনোনয়ন জমা দেন তাপস রায়ও।


মনোনয়ন পেশ তারকা প্রার্থীদের: অক্ষয় তৃতীয়ার দিনে তারকা প্রার্থীদের মনোনয়ন পেশ। শুক্রবার কালীঘাট থেকে মিছিল করে আলিপুরে ডিএম অফিসে গিয়ে মনোনয়ন জমা দেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীও বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দিতে যান। নেতাজি ভবন থেকে হাজারা মোড় পর্যন্ত মিছিল করেন বিজেপির প্রার্থী। পাশের কেন্দ্র যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় আলিপুর ডিএম অফিসে গিয়ে মনোনয়ন জমা দেন। গড়িয়া থেকে মিছিল করেন টালিগঞ্জ মেট্রো পর্যন্ত।                            


অন্যদিকে,মনোনয়ন জমা দিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। বারাসাত জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৫ টি বিধানসভার বিধায়করা। ছিলেন অদিতি মুন্সি, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ ও ব্রাত্য বসু। এদিন সৌগত রায়ের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে, বারাসাতে জেলাশাসকের দফতরের সামনে জড়ো হয়েছিলেন তৃণমূলের প্রচুর কর্মী-সমর্থক। দমদম থেকে চতুর্থবার জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী সৌগত রায়।  এদিন মনোনয়ন জমা দেন দমদম লোকসভা কেন্দ্রের আরেক প্রার্থী সুজন চক্রবর্তী। বারাসাত ডিএম অফিসে মনোনয়ন জমা দিতে যান বসিরহাটের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দারও।                        

পাশের কেন্দ্র কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ও মনোনয়ন পেশ করলেন। বর্ণাঢ্য শোভাযাত্রা করে জেসপ বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া তাপস। সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। অন্যদিকে, লোকসভার ভোটের সঙ্গেই তাপস রায় ছেড়ে যাওয়া বরানগর আসনেও বিধানসভা উপনির্বাচন রয়েছে। এদিন উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে ব্যারাকপুরের এসডিও অফিসে মনোনয়ন জমা দেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Weather Update: এখনই থামছে না বর্ষণ, ফের কখন ঝমঝমিয়ে বৃষ্টি? জানাল হাওয়া অফিস