কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রমাণিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। অমিত শাহর ভরসার ডেপুটি। মাত্র ৩৮ বছর বয়সেই কোচবিহারের দোর্দণ্ডপ্রতাপ নেতা তিনি।  এবারও কোচবিহারে প্রার্থী করেছে বিজেপি। তিনিও চেনা মাঠেই ছুটে বেড়াচ্ছেন মানুষের দোরে দোরে। আর বলছেন, মন্ত্রিত্ব বড় কথা নয়, আমি জিতব না, বিজেপি পরিবার জিতবে ! বিজেপির নিশীথ প্রামাণিকের সঙ্গে লড়াই তৃণমূলের জগদীশচন্দ্র বাসুনিয়া, ফরওয়ার্ডব্লকের নীতীশচন্দ্র রায়, এবং কংগ্রেসের পিয়া রায়চৌধুরীর। গত ২১ মার্চ মনোনয়নপত্র জমা দিয়েছেন  তিনি।

  


মনোনয়নপত্রের সঙ্গে তিনি যে হলফনামা দিয়েছেন, তাতে জানিয়েছেন ইনকাম ট্যাক্স রিটার্ন অনুসারে ২০২২-২৩ সালে কোচবিহারের বিদায়ী সাংসদ মোট আয় করেছেন ১২ লক্ষ ৩৪ হাজার ৫৭৪ টাকা। 


 নিশীথের হাতে নগদ



  • মনোনয়ন পেশের সময় নিশীথের হাতে নগদ ছিল ৪০ হাজার ১৫০ টাকা৷

  • স্ত্রীর হাতে নগদ ছিল, ৫ হাজার ২১০ টাকা।

  • ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রার্থীর নামে জমা আছে ৮ লক্ষ ৩৫ হাজার ১৩৯ টাকা৷ 

  • স্ত্রীর অ্যাকাউন্টে জমা ১৫ হাজার ২০০ টাকা।

  • জীবন বিমা সহ বিভিন্ন সঞ্চয় প্রকল্পে নিশীথের সঞ্চয় ৩০ লক্ষ টাকা৷ স্ত্রীর জীবনবিমার অঙ্ক ৫ লক্ষ টাকা


নিশীথের গাড়ি


নিশীথ প্রমাণিকের কোনও গাড়ি নেই। 


 নিশীথের সোনাদানা


নিশীথ হলফনামায় জানিয়েছেন, সোনার গয়না সহ তাঁর যাযা দামি অলংকার আছে, তার মূল্য ২ লক্ষ ৯৭ হাজার টাকা। তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা প্রামাণিকের 
গয়নাগাটি আছে ৫ লক্ষ ৭০ হাজার টাকার। সব মিলিয়ে বিজেপি প্রার্থীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৯ লক্ষ ২২ হাজার ২৮৯ টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ ৯০ হাজার ৪১০ টাকা। 


নিশীথের অস্থাবর সম্পত্তি


শুধু অস্থাবর সম্পত্তিই নয়, হলফনামায় স্থাবর সম্পত্তিরও হিসেব দিয়েছেন নিশীথ প্রামাণিক। বিজেপি প্রার্থী জানিয়েছেন, তাঁর ও স্ত্রীর নামে রয়েছে অকৃষি জমি। তাঁর নামে রয়েছে ৫৫০ বর্গফুটের একটি বাড়ি। জমি ও বাড়ির বর্তমান বাজার মূল্য ৪৫ লক্ষ টাকা। স্থাবর-অস্থাবর মিলিয়ে নিশীথ প্রামাণিকের সম্পত্তির পরিমাণ,  ৯২ লক্ষ ২২ হাজার ২৮৯ টাকা। প্রার্থীর স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পত্তি আছে ১২ লক্ষ ৯০ হাজার ৪১০ টাকার। সব মিলিয়ে দম্পতির স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৫ লক্ষ ১২ হাজার ৬৯৯ টাকা।


নিশীথের বিরুদ্ধে মামলা 


হলফনামায় নিশীথ জানিয়েছেন, তাঁর নামে বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে। তবে কোনও মামলায় তিনি দোষী সাব্যস্ত হননি। 


২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী, তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্য়ে ৬ টিতেই এগিয়ে বিজেপি। মাত্র ১টিতে তৃণমূল। এখন দেখার লোকসভায় নিশীথ বাজিমাত করতে পারেন কিনা । 


আরও পড়ুন :


এবার কোন ইস্যু নির্ণয় করবে পাহাড়ের ভোট-ভাগ্য? ১৫ বছরের জয়ের ঐতিহ্য ধরে রাখতে পারবে BJP?