কলকাতা : ঘাটালের ( Ghatal ) দাসপুরে বিজেপি ( BJP ) নেতার গাড়ি থেকে উদ্ধার হয়েছে ২৪ লক্ষ টাকা। যাঁর গাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তিনি বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। নাকা তল্লাশির সময় মিলেছে বিপুল পরিমাণ টাকা। এই টাকা কোথা থেকে এল, তার কোনও ব্যাখ্যা দিতে পারেননি প্রশান্ত বেরা। আর এই ঘটনার পরই বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব ( Dev ) । বললেন, 'যাঁর গাড়ি থেকে টাকা পাওয়া গেল, বিধানসভা ভোটে সেই নেতা দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে।প্রশান্ত বেরা দাসপুরে বিজেপির বিগ নেম ! '


সরাসরি বিজেপি  প্রার্থী হিরণকে ( Hiran Chatterjee )  আক্রমণ করে দেব বলেন,  'আমার নাম তৃণমূলের প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকেই পিছনে লেগে আছেন হিরণ।' তাঁকে ছোট করার নানারকম স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত সব অভিযোগের উত্তর দিল, ভোটের ঠিক একদিন আগে এই টাকা উদ্ধারের ঘটনা।  দেবের দাবি, এভাবেই প্রতিটি বিধানসভায় টাকা বিলি করছে বিজেপি, ভোট কেনা হচ্ছে। 


দেব বলেন, তাঁর ছবি তৈরিতে গরু চুরির টাকা ব্যবহার হয়েছে বলে বারবার দাবি করে এসেছে বিজেপি। এমনকী, গতকাল, বৃহস্পতিবারই, শুভেন্দু দাবি করেন, গরু পাচারকাণ্ডের অন্য়তম অভিযুক্ত এনামুল হকের ভাইয়ের কাছ থেকে দু'দফায় পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছিলেন দেব। তিনি বলেন, ২০১৬ সালে এনামুল হকের ভাই পিন্টু মণ্ডলের থেকে দুই দফায় ৫০ লক্ষ টাকা নিয়েছেন দেব। এনামুলের ডায়েরিতে দেবকে ঘড়ি ও মোবাইল দেওয়ার কথা উল্লেখ রয়েছে বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। দেবও সঙ্গে সঙ্গে জবাব দেন,  ওই টাকা সিনেমার জন্য লগ্নি করেছিলেন, সিনেমা রিলিজের পর ফেরত দেওয়া হয়েছিল।


শুক্রবার বিজেপি নেতার গাড়ি থেকে টাকা উদ্ধারের পর ফের মুখ খোলেন দেব। বলেন, 'কালকে আমার মনে হয়েছে এবার উত্তর দেওয়ার সময় এসেছে। হিরণবাবু ও শুভেন্দু অধিকারী চেষ্টা করেছেন আমার বদনাম করার জন্য। কিন্তু তা পারেননি'


দেবের দাবি, 'দলীয় কর্মী খুন দিয়ে প্রচার শুরু করেছিল বিজেপি, হাইকোর্ট সেই অভিযোগ খারিজ করে দিয়েছে। ইডি-সিবিআই আমার পিছনে আড়াই বছর ধরে আমার পিছনে লেগে ছিল। আমাকে ফাঁসানোর জন্য আমার নাম নেওয়া হয়েছিল। বেশিদিন চুপ করে থাকলে মানুষ ভাববে আমি চুরি করেছি। '


শুক্রবার দেব বললেন, 'রাখে হরি মারে কে ! এত অভিযোগের জবাব এই ঘটনাই। টাকা বিলিয়ে ভোট কিনে নিতে চাইছে বিজেপি, ঘাটালে দেবকে হারাতে মরিয়া হয়ে এই কাজ'। ঘাটালের বিদায়ী সাংসদের দাবি,  'পুলিশ একটা গাড়ি ধরতে পেরেছে। প্রতিটি বিধানসভায় ৫০ লক্ষ টাকা নিয়ে ঘুরছে বিজেপি ভোট কেনার জন্য'। দেব বলেন, তিনি কর্মফলে বিশ্বাসী , তাই হয়ত 'কালকে নির্বাচন, আজ সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল'। 

সবমিলিয়ে ভোটের আগের দিনও সরগরম ঘাটাল লোকসভা কেন্দ্র। 


আরও পড়ুন : 


ক্রমেই এগোচ্ছে গভীর নিম্নচাপ, ক্যানিং থেকে আর কতদূরে? আজই প্রভাব শুরু রেমালের?