বেঙ্গালুরু : সামনেই লোকসভা ভোট। আর ভোটের ময়দানে কোউ কাউকে সূচাগ্র মেদিনীও ছাড়বে না , সেটাই স্বাভাবিক। তবে যত দিন এগোচ্ছে, ততই ধারালো হচ্ছে মুখের ভাষা। একে অপরকে আক্রমণ করতে গিয়ে, বারবার রাজনৈতিক গণ্ডি পেরিয়ে ব্যক্তিগত স্তরে পৌঁছে যাচ্ছে আক্রমণের পরিধি। তা সে বাংলাতেই হোক বা বাংলার বাইরে। কু-কথার তোড় বইছে যেন ! পশ্চিমবঙ্গে সম্প্রতি মুখ্যমন্ত্রীকে তীর্যক মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে দিলীপ ঘোষ। আর কর্ণাটকে বিজেপির এক মহিলা প্রার্থীকে ঘিরে আপত্তিকর মন্তব্য করলেন নবতিপর কংগ্রেস নেতা ( Senior Congress MLA Shamanur Shivashankarappa )।
প্রবীণ কংগ্রেস বিধায়ক শামানুর শিবশঙ্করপ্পার একটি মন্তব্য আপাতত দক্ষিণের রাজ্যে ঝড় তুলেছে। কর্ণাটকে দাবণগেরে লোকসভা আসনে বিজেপি প্রার্থী গায়ত্রী সিদ্ধেশ্বরা। বর্তমান সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিএম সিদ্ধেশ্বরার স্ত্রী গায়ত্রী সিদ্ধেশ্বরাকে নিয়ে শিবশঙ্করপ্পার মন্তব্যটি নিয়ে প্রশ্ন তুলেছেন বহু মহিলাই। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে শিবশঙ্করপ্পার পুত্রবধূকে। দলীয় কর্মীদের নিয়ে একটি সভায় শিবশঙ্করপ্পা সিদ্ধেশ্বরার যোগ্যতা সম্পর্কে প্রশ্ন তোলেন। বলে বসেন , জনসাধারণের সমস্যাগুলি কার্যকরভাবে মোকাবিলা করার ক্ষমতা তাঁর নেই। বিজেপির কার্যকলাপের সমালোচনা অবধি ঠিকই ছিল। কিন্তু তারপরই শিবশঙ্করপ্পা অবমাননাকর মন্তব্য করেন। ৯২ বছরের শিবশঙ্করপ্পা কংগ্রেস দলের পাঁচ বারের বিধায়ক। হাত-শিবিরের অন্যতম প্রবীণ নেতা তিনি। দাবণগেরে লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী করেছে শিবশঙ্করপ্পার পুত্রবধূকে।
বিজেপি প্রার্থী গায়ত্রীকে (Gayathri Siddeshwara) নিয়ে কথা বলতে গিয়ে শিবশঙ্করপ্পা বলেন, ' উনি ভোটে জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদ্মফুল উপহার দিতে চান। উনি তো দাবণগেরের সমস্যাগুলিই জানেন না। ' শিবশঙ্করপ্পার দাবি, কংগ্রেস এই এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছে। আর যে উক্তিটি নিয়ে সবথেকে বেশি বিতর্ক হয়েছে তা হল, ' ওঁরা (গায়ত্রী সিদ্ধেশ্বরা) তো কেবল রান্নাঘরে খুন্তি নাড়তেই পারেন। জনতার দরবারে এসে কথা বলার যোগ্যতা ওঁদের নেই।'
শিবশঙ্করপ্পার মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেনগায়ত্রীও। তিনি বলেন, শিবশঙ্করপ্পার কথায় মনে হচ্ছে, উনি চান মহিলারা শুধু রান্নাঘরেই থাকুন। তিনি বলেন, এখন মহিলারা সবরকম পেশার সঙ্গেই যুক্ত। মহিলারা তো এখন উড়ানও চালাচ্ছে। সেই সঙ্গে গায়ত্রীর সংযোজন, মহিলারা কতটা ভালবেসে পরিবারের সকলের জন্য রান্না করেন, তা ওঁর জানা নেই। শিবশঙ্করপ্পার এই বিতর্কিত মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।
আরও পড়ুন :