কলকাতা: লোকসভা ভোটের (Loksabha Election 2024) দিন সন্দেশখালিতে গণ্ডগোল ও অশান্তির ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার বসিরহাটের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের (BJP Candidate Rekha Patra) বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল ন্যাজাট থানার পুলিশ। সোমবার সেই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। উভয়পক্ষের বক্তব্য শোনার পর ন্যাজাট থানার এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ৫ জুন পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দিলেন বিচারপতি। 


আরও পড়ুন: Lok Sabha Election Results 2024: দিল্লি যাবে কার দখলে? এই বঙ্গের ৪২-এ পাল্লাভারী হবে কার? ভোটের সম্পূর্ণ ফল এই লিঙ্কে


সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হয়। শুনানির সময় প্রশাসন ও রেখা পাত্রের আইনজীবীর বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার জানিয়ে দেন আগামী ৫ জুলাই পর্যন্ত রেখা পাত্রের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। আগামী ১৯ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে।


এদিকে কলকাতা হাইকোর্টের এই রায়ের ফলে খুশির হাওয়া বিজেপি শিবিরে। এই ঘটনায় ফের একবার কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের মুখ পুড়ল বলে মনে করছে গেরুয়া শিবির। 


প্রসঙ্গত উল্লেখ্য, বসিরহাটে ভোটের আগের রাতেই ফের উত্তেজনা ছড়ায় সন্দেশখালিতে। ভোটের আগের রাতে উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালি। টহল দেওয়ার সময় পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে। পুলিশের ছদ্মবেশে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূল, অভিযোগ ছিল বিজেপির। এর জেরে বেড়মজুরে লাঠি-ঝাঁটা নিয়ে রাতপাহারা দেন গ্রামবাসীরা। অন্যদিকে তৃণমূলও পাল্টা অভিযোগ আনে।  তৃণমূলের বেড়মজুর ১ নম্বর আঞ্চলিক কমিটির আহ্বায়ক হলধর আড়ির দাবি, বিজেপি ক্ষমতায় আসার আগেই শেখ শাহজাহানের মতো অত্যাচার চালাচ্ছে। এদিকে সন্দেশখালির ভিডিও ভাইরাল হওয়ার পরেই অভিযোগ ওঠে সেখানকার মহিলাদের দিয়ে মিথ্যে অভিযোগ করানোর হয়েছে। এই বিষয়ে বিজেপির মণ্ডল সভাপতি ও রেখা পাত্র সহ একাধিক জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ন্যাজাট থানার পক্ষ থেকে।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Lok Sabha Election 2024: BJP নেতা বুথে ঢুকতেই 'পুলিশি বাধা', বারাসাতের কদম্বগাছিতে পুনর্নির্বাচনের মাঝে উত্তেজনা..