কলকাতা:   


 


লোকসভা নির্বাচনের (Loksabha Elections 2024) ষষ্ঠ দফার ভোটগ্রহণে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি কেন্দ্রীয় বাহিনীকে। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, কাঁথির সৌমেন্দু অধিকারী ও মেদিনীপুরের অগ্নিমিত্রা পাল শুক্রবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসযোগিতার অভিযোগ তোলেন। দাবি করেন, বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা বিজেপির পোলিং এজেন্টের বুথ বসতে না দেওয়ার পাশাপাশি তাঁদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। 


প্রশাসন বা কমিশনকে এই বিষয়ে অভিযোগ জানালেও কোনও প্রতিকার হচ্ছে না। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ তো আবার অসযোগিতার অভিযোগ জানিয়ে কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তোপও দেগেছেন। কেশপুরে বিভিন্ন বুথে বিজেপির পোলিং এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ করার পাশাপাশি রাতের বলে বিজেপি সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন। বিষয়টি নিয়ে অভিযোগও জানিয়েছেন নির্বাচন কমিশনে। বিজেপির পাশাপাশি ষষ্ঠ দফার ভোটে ক্যুইক রেসপন্স টিমের (QRT) সদস্যদের ভোটগ্রহণের সময় দেখা মেলেনি বলেও অভিযোগ করেছে বিরোধীরা।


আরও পড়ুন: Loksabha Election 2024: সপ্তম দফা ভোটের আগে দু'দফায় রাজ্যে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী


এই পরিস্থিতিতে সপ্তম অর্থাৎ শেষ দফার ভোটে আরও কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। তাদের তরফে জানানো হয়েছে পয়লা জুন লোকসভা ভোটের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণে মোতায়েন থাকবে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে শুধু কলকাতাতেই মোতায়েন থাকবে ৬০০ কোম্পানি কিউআরটি। এছাড়া কলকাতার বুথগুলিতে মোতায়েন করা হবে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বারুইপুরে ১৬০ কোম্পানি, সুন্দরবন পুলিশ জেলায় ১১৪ কোম্পানি ও ডায়মন্ডহারবারের জন্য বরাদ্দ করা হয়েছে ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।


প্রসঙ্গত উল্লেখ্য, চতুর্থ দফার থেকে পঞ্চম দফায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ৫৬ শতাংশ বাড়িয়ে ছিল নির্বাচন কমিশন। তারপরও ঘাটালের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, পুলিশ, কমিশন ও কেন্দ্রীয় বাহিনী তাঁকে হারানোর জন্য একজোট হয়ে কাজ করেছে। কিছুটা তাঁরই সুরে অভিযোগ জানিয়েছেন সৌমেন্দু অধিকারী ও অগ্নিমিত্র পাল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Abhijit Ganguly: 'চ্যালেঞ্জ করে কোর্টে যাব', কমিশনের সেন্সর নিয়ে পাল্টা হুঁশিয়ারি BJP প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের