কলকাতা: পয়লা জুন লোকসভা নির্বাচনের শেষ তথা অন্তিম দফার ভোট (Loksabha Elections 2024 Phase 7)। তার ঠিক দুদিন আগেই কাউন্টিং এজেন্ট (counting agent) নিয়ে নয়া নির্দেশিকা দেওয়া হল নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফে। তাতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি বা সরকারের সাহায্যপ্রাপ্ত কোনও স্কুলের স্থায়ী বা অস্থায়ী শিক্ষক কোনও প্রার্থীর কাউন্টিং এজেন্ট হতে পারবেন না। ফল প্রকাশের পাঁচ দিন আগে এই নির্দেশিকায় রাজনৈতিক দলগুলি অসুবিধায় পড়লেও নিরপেক্ষতা বজায় রাখার জন্য এই পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: Ration Scam: রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণাকে তলব ইডির! নজর আর্থিক লেনদেনে
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত নির্দেশিকা উল্লেখ করা হয়েছে, আগামী ৪ জুন গণনা কেন্দ্রে কোনও সরকারি বা সরকারের সাহায্যপ্রাপ্ত স্কুলের স্থায়ী বা অস্থায়ী শিক্ষক-শিক্ষিকারা কাউন্টিং এজেন্ট হতে পারবেন না।
আরও পড়ুন: CAA: দীর্ঘ প্রতীক্ষার অবসান, ভারতীয় নাগরিকত্ব পেলেন নদিয়ায় আশ্রয় নেওয়া বাংলাদেশের যুবক
লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকে পুরো প্রক্রিয়াটি নিরপেক্ষ রাখার জন্য বিভিন্ন বিধিনিষেধ জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। তবে শেষ দফার ভোটের আগে তাদের এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক দলই অসুবিধা পড়তে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, পশ্চিমবঙ্গে অনেকদিন ধরেই শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে সরাসরি যুক্ত থাকতে দেখা গেছে। যাঁরা ভোটের প্রচার থেকে শুরু করে সমস্ত ভোট প্রক্রিয়াটির মধ্যেই জড়িয়ে থাকতেন। এই শিক্ষকদের মধ্যেই অনেকেই আবার গণনা কেন্দ্রে বিভিন্ন দলের কাউন্টিং এজেন্ট হিসেবে কাজ করতেন। তাতে নিরপেক্ষতা বজায় থাকত না বলেই অভিযোগ উঠেছে নানা সময়ে। সেই নিরপেক্ষতা বজায় রাখার জন্যই এবার এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। গণনার পাঁচদিন আগে তাদের এই কড়া নির্দেশ রাজনৈতিক দলগুলির অস্বস্তি বাড়াবে। তবে নির্বাচন কমিশনের এই নির্দেশ নিয়ে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া দেয়নি কোনও দলই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।