সোমনাথ দাস ও অনির্বাণ বিশ্বাস, গড়বেতা: লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণকে (Jhargram Election 2024 Phase 6) কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হল ঝাড়গ্রামের গড়বেতা (Garbeta)। তৃণমূলের দুষ্কৃতীদের ছোঁড়া ইটের আঘাতে মাথা ফাটল ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর নিরাপত্তা রক্ষীর। ভাঙা হল বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়ি। পাশাপাশি ভাঙচুর চালানো হয় এবিপি আনন্দের গাড়িতেও। পরে এবিপি আনন্দের গাড়িতে উঠে নিজেকে রক্ষা করেন সিআইএসএফের এক জওয়ান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ বাদে রণক্ষেত্রে পরিণত হল গড়বেতা। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু গড়বেতায় যেতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে আরম্ভ করেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের একাংশ। উত্তেজনা এমন পর্যায় পৌঁছে যায় যে তৃণমূলের লোকেরা লাঠি ও লোহার রড নিয়ে তাড়া করেন প্রণত টুডুকে। বুথের ৫০ মিটার মধ্যে তাঁকে দেখতে পেয়ে উত্তেজিত জনতা গো ব্যাক স্লোগান দিতে থাকে। পাশাপাশি ভাঙচুর করা হয় ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর গাড়িও। একটা সময় দেখা যায়, উত্তেজিত জনতার তাড়ায় দৌড়ে এলাকা ছাড়ছেন ডাঃ প্রণত টুডু। তাঁর গাড়ি ভাঙচুর চালানোর পাশাপাশি তাঁকে লক্ষ্য করে ক্রমাগত ইট ছুঁড়তে থাকে উত্তেজিত জনতার একাংশ। ইটের আঘাতে জখম হন বিজেপি প্রার্থীর ২ নিরাপত্তারক্ষী। এই ঘটনার ফলে তাঁদের মাথাও ফেটে যায়। প্রাণ বাঁচাতে
এই ঘটনা প্রসঙ্গে প্রণত টুডু বলেন, "নিরাপত্তা রক্ষীরা না থাকলে আমি প্রাণে বাঁচাতে পারতাম না। আক্রমণের ঘটনার কথা প্রশাসন ও প্রিসাইডিং অফিসারকে সমস্ত ঘটনার কথা জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আমি যখন বুথের কাছাকাছি যাই তখন আমাকে দেখে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে তৃণমূলের লোকেরা। চোর চোর স্লোগানও দিতে থাকে। তারপর আচমকা লাঠি ও লোহার রড নিয়ে আমাকে তাড়া করে। ছুঁড়তে থাকে ইটও। এই ঘটনার বিষয়ে জানানোর জন্য আমি বারবার প্রশাসন ও নির্বাচনী আধিকারিকদের ফোন করলেও তাঁরা কোনও ব্যবস্থা নেননি। তৃণমূল দুষ্কৃতীদের ইটের আঘাতে আমার দুই নিরাপত্তা রক্ষীর মাথা ফেটে যায়। প্রাণ বাঁচানোর জন্য রক্তাক্ত অবস্থায় তারা এবিপি আনন্দের গাড়িতে করে উঠে নিজেদের রক্ষা করেন। ওরা না থাকলে আমি বেঁচে ফিরতে পারতাম না।"
গড়বেতার ১৯৮ ও ২০০ নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গড়বেতায় গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনের সিইও। আরও কিউআরটি ফোর্স পাঠানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।