কলকাতা: মঙ্গলবার ফলাফল প্রকাশ হয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Loksabha Elections Results 2024)। ভোটের আগে বা ভোট চলাকালীন বিজেপি (BJP) নেতারা যতগুলো আসন জেতার বিষয়ে নিশ্চিত ছিলেন। ফলাফল প্রকাশ হতে দেখা যায় আশানরূপ সেই ফল পাননি তাঁরা। দেশের পাশাপাশি বাংলাতেও যত আসন জেতার বিষয়ে তাঁরা আশাবাদী ছিলেন তার ধারে কাছেও যায়নি ফলাফল। যদিও বসিরহাট লোকসভার সন্দেশখালি (Sandeshkhali) ও তমলুক লোকসভার নন্দীগ্রামে (Nandigram) জয়ী হয়েছে বিজেপি। তার জন্য মঙ্গলবার রাতে নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করে সন্দেশখালি ও নন্দীগ্রামের মানুষকে নতমস্তকে প্রণাম জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।


সন্দেশখালি নিয়ে তিনি টুইট করেন, "সন্দেশখালির মানুষকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে সেই সমস্ত সাহসী শক্তি স্বরূপাদের যাঁরা দৃঢ়ভাবে শ্রীমতী রেখা পাত্রের পেছনে দাঁড়িয়ে ছিলেন। যাঁরা বসিরহাট সংসদীয় ক্ষেত্রের সন্দেশখালি বিধানসভায় রেখা পাত্রকে লিড দিয়েছেন।"


 






আরও পড়ুন: Mahua Moitra: কাজে এলো না মোদি ম্যাজিক, বহিষ্কৃত হওয়ার ৬ মাস পর ফের সংসদে মহুয়া মৈত্র


নন্দীগ্রামের মানুষকে ধন্যবাদ জানিয়ে অন্য আরেকটি টুইটে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী লেখেন, "নন্দীগ্রামের মানুষকে আমি নতমস্তকে প্রণাম ও আন্তরিক শ্রদ্ধা জানাই যাঁরা বারবার আমার পাশে দাঁড়িয়েছেন। নন্দীগ্রাম ২০২১ সালে আমার সমর্থনে ভোট দিয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যাকে ১৯৫৬ ভোটে হারিয়ে ছিল। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনেও ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১টিতে জিতেছিল বিজেপি। সেই সঙ্গে জয় এসেছিল নন্দীগ্রাম ব্লকের ১ ও ২ নম্বর পঞ্চায়েত সমিতিতেও। আর আজকে যখন শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা আসন থেকে জয়ী হয়েছেন তখন নন্দীগ্রাম তাঁকে ৮২০০ ভোটে লিড দিয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে নিজের হার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা ও ভিত্তিহীন কথা বলছেন। ওখানে কোনও রকম ম্যানিপুলেশনের ঘটনা ঘটেনি। আসলে নন্দীগ্রাম সবসময় স্বৈরাচারি বাহিনীকে প্রত্যাখান করে এসেছে। অদূর ভবিষ্যতেও নন্দীগ্রামের মানুষ পশ্চিমবঙ্গের বাকি এলাকার মানুষদের অনুপ্রাণিত করবেন।" 


 



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Modi On Election Result 2024:ভোটের ফলপ্রকাশের পর দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর