নয়াদিল্লি: ভোটের ফলপ্রকাশের (Election Result 2024) পর দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করলেন প্রধানমন্ত্রী (PM Modi On NDA Performance)। 'টানা তিনবার এনডিএ-র ওপর আস্থা রাখল জনতা। দেশের ইতিহাসে অভূতপূর্ব ফল হয়েছে। দেশবাসীর আকাঙ্খা পূরণের লক্ষ্যে নতুন সংকল্প নিয়ে এগোবে বিজেপি', এক্স হ্যান্ডলে পোস্ট নরেন্দ্র মোদির।

  


বিশদ...
এবার ৪০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপিয়েছিল এনডিএ। আলাদাভাবে বিজেপি ৩৭০ আসনের জন্য লড়াই করে। কিন্তু, আজ সকালে, ভোটগণনা শুরু হওয়া ইস্তক দেখা যায়, 'এনডিএ'-কে 'কাঁটে কা টক্কর' দিচ্ছে 'ইন্ডিয়া' ব্লক। এখনও পর্যন্ত যা ছবি তাতে দেখা যাচ্ছে, ২৯২ আসনে এগিয়ে রয়েছে এনডিএ, ২৩৩ আসনে এগিয়ে 'ইন্ডিয়া' ব্লক, অন্যান্যরা ১৮টি আসনে এগিয়ে রয়েছে। আর এককভাবে ধরলে এখনও পর্যন্ত বিজেপি ২৪০ আসনে এগিয়ে। অর্থাৎ একার জোরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা। গত দু'দফার পুনরাবৃত্তি কেন হল না এই বার? সূত্রের খবর, এই নিয়ে কাঁটাছেড়া হতে পারে আগামীকালের মন্ত্রিসভার বৈঠকে। তবে মোদি-শাহ জুটির 'ম্যাজিক' যে ভাবে এবার ধাক্কা খেয়েছে, সেটা স্পষ্ট। এর মধ্যে প্রধানমন্ত্রীর 'এক্স' পোস্ট। 






মোদির বার্তা...
প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল পোস্টে অবশ্য লেখা, 'জনতা জনার্দনকে এই আশীর্বাদের জন্য অসংখ্য ধন্যবাদ। গত এক দশক ধরে যে উন্নয়নমূলক কাজ চলেছে, তা ভবিষ্যতেও জারি থাকবে, এই আশ্বাস রইল। কার্যকর্তাদেরও তাঁদের কঠোর পরিশ্রমের জন্য অসংখ্য ধন্যবাদ। তাঁদের অনন্য অবদানকে সম্মান জানাতে কোনও শব্দই যথেষ্ট নয়।' ২০১৪ এবং ২০১৯ সালে যে মোদি-ঝড়ে বিরোধী শিবির কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছিল, এবার সেই ঝড়কে অনেকটাই আটকে দিয়েছে বিরোধী 'ইন্ডিয়া' জোট। কিন্তু কী ভাবে? আলোচনা, বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে এর মধ্যে। তবে প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল পোস্ট থেকে অনেকেই মনে করছেন, ভোটের ফলাফল ব্যাখ্যা করতে গিয়ে স্রেফ জয়টুকুর উপরই নজর দেবে এনডিএ। গত দু'দফার নিরিখে কেন তাঁদের 'পারফরম্যান্স' ধাক্কা খেল, সেটি নিয়ে কি কাঁটাছেড়া করবেন? 


আরও যা...
এক্স হ্যান্ডেলে অন্ধ্রের বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েও পোস্ট করেন প্রধানমন্ত্রী। সেখানে টিডিপি, জনসেনা পার্টি এবং বিজেপির কার্যকর্তাদের ধন্যবাদ জানান তিনি। পরে সেই এক্স-পোস্টটিতেই প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুকে। রাজনৈতিক মহলের মতে, টিডিপি প্রধানের এই প্রতিক্রিয়া বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। বিশেষত, 'ইন্ডিয়া' ব্লক সরকার গঠনের দাবি জানানোর জন্য কাদের সঙ্গে কথা বলতে পারে, এই নিয়ে জল্পনা-প্রশ্নের মধ্য়েই নাইডুর এই পোস্ট আলাদা তাৎপর্য বহন করছে। নাইডু লিখেছেন, 'সাধারণ মানুষ যে আমাদের জোটের উপর (এনডিএ) আস্থা রেখেছেন, এই জনাদেশ তারই প্রমাণ। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা নতুন করে অন্ধ্র তৈরি করব।' বার্তাটি স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বিজেপির সঙ্গে হাত মিলিয়েই এগোবে টিডিপি, অন্তত সেই ইঙ্গিতই দিয়ে রেখেছে টিডিপি। 


 


আরও পড়ুন:মমতার কোন কোন মাস্টারস্ট্রোকে বঙ্গে কুপোকাত BJP? কী বলছেন বিশ্লেষকরা?