এক্সপ্লোর
Advertisement
নয়ডায় ভোটের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের ‘নমো’ লেখা খাবার, সমালোচনা বিরোধীদের
গৌতম বুদ্ধ নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নয়ডার সেক্টর ১৫-এ তে আজ সকাল সাড়ে নটা নাগাদ কর্তব্যরত পুলিশকর্মীদের খাবারের প্যাকেট দেওয়া হয়। গেরুয়া রঙের প্যাকেটের উপর হিন্দিতে লেখা ছিল ‘নমো ফুডস’।
নয়ডা ও লখনউ: লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণের দিন নয়ডায় কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের ‘নমো ফুডস’ লেখা খাবারের প্যাকেট দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হল। বিরোধী দলগুলি এর তীব্র সমালোচনা করেছে। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বহুজন সমাজ পার্টি। স্থানীয় পুলিশের অবশ্য দাবি, যে দোকান থেকে খাবার আনা হয়, প্যাকেটের গায়ে সেই দোকানেরই নাম লেখা ছিল। এর সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ নেই। উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক এল বেঙ্কটেশ্বরলুরও দাবি, ‘যে দোকান থেকে খাবার আনা হয়েছিল, সেটির নাম নমো। এর সঙ্গে প্রধানমন্ত্রীর কোনও সম্পর্ক নেই।’
গৌতম বুদ্ধ নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নয়ডার সেক্টর ১৫-এ তে আজ সকাল সাড়ে নটা নাগাদ কর্তব্যরত পুলিশকর্মীদের খাবারের প্যাকেট দেওয়া হয়। গেরুয়া রঙের প্যাকেটের উপর হিন্দিতে লেখা ছিল ‘নমো ফুডস’।
এই কেন্দ্রে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা। সেখানে পুলিশকর্মীদের দেওয়া খাবারের প্যাকেট দেখে বিজেপি-র বিরুদ্ধে সরব বিরোধীরা। সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব বলেছেন, ‘মহাপরিবর্তনের জন্য বহু মানুষ ভোট দিতে আসছেন। এর ফলেই হয়তো মরিয়া হয়ে গিয়ে এই কাজ করছে বিজেপি। এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে, বিজেপি শুধু ব্র্যান্ডিং ও মার্কেটিংই জানে।’ উত্তরপ্রদেশে সপা-র জোটসঙ্গী বসপা-র সাধারণ সম্পাদক এস সি মিশ্র বলেছেন, ‘আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি।’
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement