এক্সপ্লোর
Advertisement
কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এসে নির্বাচনী ভোট প্রচারকে তীর্থযাত্রার সঙ্গে তুলনা নরেন্দ্র মোদির
নরেন্দ্র মোদি বলেন, ‘আমি অনেক নির্বাচন দেখেছি কিন্তু এই নির্বাচন রাজনীতির উর্ধ্বে। এখানে মানুষ নিজেদের জন্য লড়ছেন। আমি অনেক বিধানসভা নির্বাচনে অংশগ্রহন করেছি, রাজনীতির কাজে অনেক জায়গায় গিয়েছি। কিন্তু এই নির্বাচনী প্রচার আমার কাছে তীর্থযাত্রার মতো মনে হয়েছে।’
নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে ভোট প্রচার তীর্থযাত্রার মতো। কারণ, কেবল দল একা নয়, নির্বাচনে দল ও সাধারন মানুষ একসঙ্গে লড়াই করে। বিজেপির প্রধান কার্যালয়ে একটি বৈঠক করার সময় এমনই বক্তব্য রাখেন মোদি। নিজের দলের সমস্ত মন্ত্রীকে তাদের কাজের জন্য ধন্যবাদও দেন মোদি। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর একথা জানান।
নরেন্দ্র মোদি বলেন, ‘আমি অনেক নির্বাচন দেখেছি কিন্তু এই নির্বাচন রাজনীতির উর্ধ্বে। এখানে মানুষ নিজেদের জন্য লড়ছেন। আমি অনেক বিধানসভা নির্বাচনে অংশগ্রহন করেছি, রাজনীতির কাজে অনেক জায়গায় গিয়েছি। কিন্তু এই নির্বাচনী প্রচার আমার কাছে তীর্থযাত্রার মতো মনে হয়েছে।’
বিজেপি এবং তার শরিক দলের কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে এদিন দেখা করেন মোদি। রাতে সবার জন্য ছিল নৈশ আহারের ব্যবস্থা যার আয়োজক ছিলেন অমিত শাহ।
২৩ শে মে লোকসভা ভোটের ফল বেরোনোর আগে সমস্ত মন্ত্রীদের মানুষের প্রতি তাঁদের কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করতে এই বৈঠকে নৈশভোজের আয়োজন করে বিজেপি।
মিটিং-এর পরে অমিত শাহ টুইট লেখেন, ‘করে গত পাঁচ বছরের কাজের জন্য আমি মোদি সরকারের দলকে অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা নতুন ভারতের লক্ষ্যে এগিয়ে যাব।’
কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ, নীতিন গডকরি, অরুণ জেটলি, ডে পি নাড্ডা, প্রকাশ জাভড়েকর সহ বিজেপির শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। বিজেপির শরিক দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রামবিলাস পাসোয়ান, হার্সিমত কৌর বাদল, অনুপ্রিয়া পটেল ও নীতিশ কুমার। নির্বাচনে জয়ের ব্যাপারে এদিন গেরুয়া শিবিরকে বেশ আশাবাদী বলেই মনে হয়। যাবতীয় এক্সিট পোলও অবশ্য সেই ইঙ্গিতই দিচ্ছে।I congratulate Team Modi Sarkar for their hard work and remarkable achievements in the last 5 years.
Let us keep this momentum going for a New India under the leadership of PM @narendramodi. Sharing pictures of Aabhar Milan of Union Council of Ministers at BJP HQ, New Delhi. pic.twitter.com/X2sgvJjJ5c — Chowkidar Amit Shah (@AmitShah) May 21, 2019
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement