বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: লোকসভা ভোটের আগে দলবদলের পালা চলছেই। তারই মধ্যে বিধানসভা ভোটের এপিসেন্টার নন্দীগ্রামে ( Nandigram ) বিজেপিতে ( BJP ) যোগ দিলেন কয়েকশো সংখ্যালঘু পরিবার। এঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের ( Panchayat ) সদস্য সহ একাধিক পদাধিকারীরা। পঞ্চায়েত ভোটের সময় এই সব পদাধিকারীদের উপযুক্ত মর্যাদা দেওয়া হলে আজকে এই অবস্থা হত না, তীর্যক মন্তব্য করেছেন নন্দীগ্রামের তৃণমূল ( TMC ) নেতা শেখ সুফিয়ান। যদিও এই অভিযোগকে আমল দিতে নারাজ তৃণমূল ব্লক নেতৃত্ব।
সূত্রের খবর, নন্দীগ্রাম এক ব্লকের নন্দীগ্রাম, হরিপুর, সামসাবাদ, ভেকুটিয়া, মহম্মদপুর, কেন্দেমারী, দাউদপুর, কালিচরণপুর অঞ্চল থেকে আসা ৫০০ সংখ্যালঘু তৃণমূল নেতা কর্মী বিজেপিতে যোগদান করেছেন। তাদের হাতে পতাকা তুলে দেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল।
গত বছর ৫ আগস্ট নন্দীগ্রামের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, সংখ্যালঘু এলাকায় এবার বিজেপির সংগঠন বাড়াতে হবে। তারপর দেখা গিয়েছিল নন্দীগ্রাম ১ ব্লকের বিজেপি পরিচালিত হরিপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান করা হয় এক সংখ্যালঘু বিজেপি সদস্যকে। আর রবিবার নন্দীগ্রাম ১ ব্লকের প্রায় পাঁচশো সংখ্যালঘু মানুষ যোগ দিলেন বিজেপিতে। তৃণমূলের দুর্নীতির জন্যই তারা বিজেপিতে যোগ দিলেন বলে দাবি যোগদানকারীদের। প্রাক্তন তৃণমুল গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্বাস বেগ বা নন্দীগ্রামের বাসিন্দা সেখ মুশিয়ার রহমান জানিয়েছেন এমনটাই।
বিস্ফোরক শেখ সুফিয়ান
আর এই সংখ্যালঘু পরিবারের যোগদান নিয়ে বিস্ফোরক মন্তব্য শোনা গেলো নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা, তৃণমূল রাজ্য কমিটির সদস্য শেখ সুফিয়ানের গলায়। তাঁর বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনের সময় যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা অনেককেই মর্যাদা দেয়নি দল, তার জন্য অনেকেই বিজেপিতে চলে গেছেন।
তৃণমূল বিজেপির তরজা
তবে কি সুফিয়ানের নিশানায় নন্দীগ্রাম ১ ব্লকের তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ, যিনি কিনা পঞ্চায়েত নির্বাচনের সময় দায়িত্বে ছিলেন? তবে বাপ্পাদিত্য সুফিয়ানের এই বক্তব্য মানতে নারাজ। তার বক্তব্য, এইরকম কোনও ঘটনাই ঘটেনি। বিজেপি কিছু সংখ্যালঘু পরিবারকে কুমিরছানার মত প্রত্যেক নির্বাচনের আগে এইভাবে যোগদান করায়। আর বিজেপির দাবি, 'তৃণমূলের দুর্নীতির জন্য শুধুমাত্র নন্দীগ্রামে নয়, সারা রাজ্যে সংখ্যালঘুরা তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ, মত বিজেপির জেলা নেতৃত্বর।'
আরও পড়ুন :