নয়াদিল্লি: সংখ্যার জোর থাকায় এতদিন কাউকে তুষ্ট করে চলার প্রয়োজন পড়েনি। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচন সেই সমীকরণ পাল্টে দিয়েছে। ফলে তৃতীয় বার কেন্দ্রে সরকার গড়ার ক্ষেত্রে NDA শরিকদের দাবিদাওয়া মেনে চলতে হচ্ছে নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে। সূত্রের খবর, মোদির তৃতীয় সরকারে একজন পূর্ণমন্ত্রী এবং দু'জন প্রতিমন্ত্রীর TDP থেকে নিয়োগ করতে হবে বলে দাবি জানিয়েছিলেন দলের নেতা চন্দ্রবাবু নায়ডু। সেই দাবি মেনে নিয়েছেন মোদি-শাহরা। (Narendra Modi 3.0)


শুধু মন্ত্রিত্বই নয়, অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজ এবং আর্থিক অনুদানও চেয়ে আসছিল TDP. অন্ধ্রপ্রদেশের জন্য মিশেষ মর্যাদা চান চন্দ্রবাবু, যার আওতায় সংস্ত সরকারি প্রকল্পের ৯০ শতাংশ খরচ কেন্দ্রকে বহন করতে হবে। আয়কর, কর্পোরেট কর, শুল্কের পাশাপাশি শিল্পক্ষেত্রের জিএসটি-তেও ছাড় পেতে পারে অন্ধ্র।  আগেও এই দাবি তুলেছিলেন চন্দ্রবাবু, কিন্তু সেই সময় কেন্দ্রের সংখ্যাগরিষ্ঠ বিজেপি সরকার তাতে রাজি হয়নি। কিন্তু এবার আর মোদি-শাহ আপত্তি করেননি বলে খবর। (Lok Sabha Elections 2024)


 বৃহস্পতিবার সন্ধেয় দিল্লিতে আসছেন চন্দ্রবাবু। দিল্লি রওনা দেওয়ার আগে দাবিদাওয়া নিয়ে বিজয়ওয়াড়ায় দলের বিজিত সাংসদদের সঙ্গে বৈঠক করেন তিনি।  তবে দিল্লি সূত্রে জানা গিয়েছে, আগামী কাল এনডিএ-র নির্বাচিত সাংসদদের বৈঠক রয়েছে সংসদের সেন্ট্রাল হলে। এখনও পর্যন্ত নর্থ ব্লকে এবং সাউথ ব্লকের দফতরগুলি শরিকদের ছাড়তে নারাজ বিজেপি, সূত্রের খবর। তবে চন্দ্রবাবুর মতো বিহারকেও বিশেষ মর্যাদা দিতে হবে বলে দাবি তুলেছেন নীতীশ।


আরও পড়ুন: Narendra Modi Oath Ceremony: শনি নয়, রবিতে শপথ মোদির, মুখ্যমন্ত্রী পদে বসার তারিখ পিছোলেন চন্দ্রবাবুও


এবারের লোকসভা নির্বাচনে চন্দ্রবাবু নায়ডুর TDP এবং নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল কিংমেকার হিসেবে উঠে এসেছে। একক সংখ্য়াগরিষ্ঠতা না মেলায়, সরকার গঠনের জন্য তাদের উপরই ভরসা করতে হচ্ছে মোদি-শাহকে। আর সরকার গঠন হওয়ার আগে থেকেই দুই শরিক দলের তরফে বিজেপি-র উপর চাপসৃষ্টি করা হচ্ছে বলে খবর। জাতিগণনা, বেশ কিছু প্রকল্প প্রত্যাহারের দাবি তুলেছে তারা। পাশাপাশি, মন্ত্রক বণ্টন নিয়েও চলছে টানাপোড়েন। 


কিন্তু TDP এবং JDU-তে গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলি ছাড়তে নারাজ বিজেপি নেতৃত্ব। বিশেষ করে প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্র এবং বিদেশ মন্ত্রক নিজেদের হাতে রাখতে চান তাঁরা। TDP এবং JDU যথাক্রমে ১৬টি এবং ১২টি আসন জিতেছে। প্রতি চার সাংসদ পিছু একটি করে মন্ত্রক চাইছে তারা। TDP চারটি এবং JDU তিনটি মন্ত্রক চাইছে। একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনা এবং চিরাগ পাসোয়ানের LJP-ও একটি করে মন্ত্রক চাইছে বলে শোনা যাচ্ছে।