Chhattisgarh Elections 2023:ছত্তীসগঢ় এবার কার ? হাড্ডাহাড্ডি লড়াইয়ে এখন এগিয়ে বিজেপি

গণনা চলছে রায়পুরে
Congress And BJP Locked In Close Fight:'বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী'...ছত্তিসগঢ় দখলে কংগ্রেস-বিজেপির মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই, তা বোঝাতে অনেকেই হয়তো আজ এই চেনা দ্যোতনার শরণ নেবেন।
শিবাশিস মৌলিক, ছত্তীসগঢ়: 'বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী'...ছত্তিসগঢ় (chattisgarh elections 2023) দখলে কংগ্রেস-বিজেপির মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই, তা বোঝাতে অনেকেই হয়তো আজ এই চেনা দ্যোতনার শরণ নেবেন।
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে

