দিনহাটা: লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে হাতাহাতি রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের। নির্বাচনী প্রচার চলাকালীন উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূল এবং বিজেপি-র মধ্যে সংঘর্ষ বাধে। নিশীথ এবং উদয়নও হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাথা ফাটল SDPO-র। এক তৃণমূল কর্মীরও মাথা ফেটেছে বলে খবর। (Nisith vs Udayan Scuffle)


লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এদিন দিনহাটায় তৃণমূল এবং বিজেপি-র মধ্যে সংঘর্ষ বাধে। জানা গিয়েছে, এদিন নিবেননগর থেকে প্রচার সেরে  ব্যাটাগুড়ি ফিরছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কোচবিহারে বিজেপি-র প্রার্থী। সেই সময় দিনহাটায় উদয়নের জন্মদিনের উৎসব চলছিল। অভিযোগ, নিশীথের কনভয় থেকে তৃমমূল কর্মীদের উপর হামলা চালানো হয়, তাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। (Dinhata TMC-BJP Clash)


যদিও বিজেপি-র দাবি, নিশীথের কনভয় যেতে দেখে তৃণমূলের তরফেই হামলা চালানো হয়, যাতে নেতৃত্ব দেন উদয়ন। একেবারে সামসামনি পড়ে যান নিশীথ এবং উদয়ন। হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। নিরাপত্তারক্ষীরা কোনও রকমে নিরস্ত করেন তাঁদের। এই ঘটনায় তৃণমূলের এক কর্মীর মাথা ফেটে গিয়েছে। হাসপাতালে ভর্তি তিনি। দিনহাটার SDPO বিমান মৈত্রেরও মাথা ফেটে গিয়েছে বলে খবর।


আরও পড়ুন: Lok Sabha Election 2024: 'ফান্ডের ২৫ কোটি টাকাই তো খরচ করতে পারেননি', অরূপের নিশানায় সুভাষ


ঘটনাস্থলে বিমান পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এই মুহূর্তে। এই ঘটনায় এবিপি আনন্দে মুখ খোলেন উদয়ন। তাঁর বক্তব্য, "একেবারে ১৫-১৬টি গাড়ি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী, আরও অনেকে লাঠিসোটা, তির-ধনুক নিয়ে ঘুরছিল। দিনহাটায় ঢুকে পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়। আমার জন্মদিনে ব্যবসায়ীরা আমাকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছিল। আমি বাইরে বেরোতে কনভয় ঘুরে এসে আমার সঙ্গে থাকা ১০-১২ জন ছেলেকে বেধড়ক মারধর করে। আমার গাড়ি ভাঙা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী নিশীথের লোকজনকে কিছু না বলে সাধারণ মানুষের উপর লাঠিচার্জ করে। এখানে অরাজকতার সৃষ্টি হয়েছে।  আমরা ভোটঘোষণার সঙ্গে সঙ্গে সরকারি গাড়ি ছেড়ে দিয়েছি। বাতি খুলে দেওয়া হয়েছে। আর কেন্দ্রীয় মন্ত্রী বাতি জালিয়ে, হুটার লাগিয়ে ঘুরছেন নিশীথ। নির্বাচনী আচরণবিধি কি শুধুমাত্র বিরোধীদের জন্য? কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এভাবে হেনস্থা করা হচ্ছে সাধারণ মানুষকে। "


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিশীথের কনভয়ে একাধিক গাড়ি ছিল এদিন। তৃণমূলের দাবি, নিশীথের কনভয় থেকেই প্রথম হামলা হয়। এক তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। তৃণমূলের তরফে হামলা হয় প্রথম, দাবি বিজেপি-র। সেই সময় কনভয় থেকে নেমে আসেন নিশীথ। উদয়নও এগিয়ে যান। ধস্তাধস্তিতে উদয়ন অসুস্থ হয়ে পড়েন বলেও খবর।