কলকাতা: দীর্ঘ একদশক পরে আবার দিল্লিতে আসতে চলেছে জোট সরকার। লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর এমন ফল সামনে এসেছে তাতে দেখা গিয়েছে কোনও দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ৩৭০ আসনের টার্গেট নিলেও তার অনেক আগেই থমকে গিয়েছে বিজেপি। যদিও ২৪০ আসন পেয়ে লোকসভায় সর্ববৃহৎ দল হয়েছে পদ্মশিবির। কিন্তু একা পেরোতে পারেনি ২৭২ আসন। ফলে শরিকদের উপর ভরসা করতে হচ্ছে তাদের। এনডিএ মোট ২৯৩ আসন পাওয়ায় আপাতদৃষ্টিতে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠন সহজ বলে মনে করা হচ্ছে। কিন্তু অঙ্ক কষছে বিরোধী শিবিরও।
এখন যা পরিস্থিতি তাতে দিল্লিতে তৃতীয় দফার NDA সরকারের কিং মেকার হতে চলেছেন নীতীশ কুমার ও চন্দ্রবাবু নায়ডু। এই আবহে, INDIA জোটের তরফেও নীতীশ ও চন্দ্রবাবুর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে সূত্রের খবর। কে কার শিবিরে থাকবেন, কোন শিবিরে যাবেন- এই আলোচনায় যখন সরগরম দেশ। তখন সামনে এল একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে একই বিমানে দিল্লি যাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। পাটনা থেকে দিল্লি যাচ্ছেন দুজনেই। একেবারের সামনে-পিছনের আসনে বসে রয়েছেন তাঁরা। এখন বিহার রাজনীতির এই দুই মহারথী দুই শিবিরে রয়েছেন। সরকার গঠন নিয়ে নানা আলোচনা হচ্ছে- সেই আবহে একই বিমানে নীতিশ-তেজস্বীর বিমানযাত্রা নানা জল্পনা তৈরি করেছে।
একই বিমানে সওয়ার- কী বললেন তাঁরা দুজন?
প্রশ্নকর্তা: এই নিয়ে কী বলবেন? লোকসভা নির্বাচনের ফল নিয়ে?
নীতিশ কুমার:আপনা নমন করনা হ্যায়। প্রণাম। চলিয়ে...
একই প্রশ্ন করা হয় তেজস্বী যাদবকেও:
তেজস্বী যাদব: কুছ নেহি। কুছ নেহি। বাদমে বাত করতে হ্যায়।
[insta]
এদিকে সূত্রের খবর নীতীশ কুমারের সঙ্গে কথা বলার ভার অখিলেশের উপর দেওয়া হয়েছে। পাশাপাশি, চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে দেখা করতে পারেন অখিলেশ। যদিও সাংবাদিক বৈঠক করে টিডিপি সুপ্রিমো জানিয়েছেন, আজ বিকেলেই এনডিএ-র বৈঠকে যোগ দেবেন চন্দ্রবাবু নায়ডু। নীতিশ কুমারের সঙ্গে দেখা করেছেন এলজেপি সাংসদ চিরাগ পাসোয়ান। তিনিও যোগ দেবেন এনডিএ বৈঠকে।
আজই সন্ধেয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ২৭ জন বিরোধী নেতার বৈঠক রয়েছে। তৃণমূলের তরফে বৈঠকে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল সকাল দিল্লি উড়ে গিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিনও। লোকসভা ভোটে তাঁর দল DMK পেয়েছে ২৭টি আসন।
তেজস্বী যাদব পরে সাংবাদিকদের বলেন, 'মোদি ফ্যাক্টর শেষ। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে। শরিকদের উপর নির্ভরশীল হয়েছে। আমরা খুশি যে সংবিধান বাঁচানোর কাজে সফল হয়েছি।' I.N.D.I.A সরকার গঠন করবে? 'চেষ্টা তো থাকবেই', বললেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: জেতা আসন বদলের পিছনে কলকাঠি কার? হারের পরে মুখ খুললেন দিলীপ