কোচবিহার: ভোটের শুরু থেকেই বারবার উত্তপ্ত হয়ে উঠেছ কোচবিহারের বিভিন্ন এলাকা। তারই মধ্যে রয়েছে মাথাভাঙাও। ভোট চলাকালীন ব্যালট বাক্স তুলে দৌড় মারলেন এক যুবক। দুহাতে বাক্স আঁকড়ে ধরে দে দৌড় এক ব্যক্তির। সেখানেই এক জায়গায় দেখা যায় মাঠে পড়ে রয়েছে ব্যালট বাক্স। 


দিনহাটা থেকে মাথাভাঙা, গীতালদহ-- কোচবিহারের একের পর এক এলাকায় উত্তেজনা ছড়ায়। তৃণমূল ও বিজেপি একে অপরের দিকে বোমা ছোড়ার অভিযোগ করেছে। নিউ গীতালদহে বুথের ভিতরে ঢুকে তছনছ করা হয়েছে।


ভোটের দিন সরগরম কোচবিহার:


দিনহাটার ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছোট ফলিমারিতে গুলিবিদ্ধ ভোটার। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার সময় দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। ভোটার শহিদুল মিয়ার পায়ে গুলি লাগে। তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। 


নাটাবাড়ির জিরানপুর গ্রাম পঞ্চায়েতে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখা যায় ব্যালট বাক্স। ডহরের পাড় প্রাথমিক বিদ্যালয়ের ২৭৯ নম্বর বুথে ব্যালট পেপার লুঠ করে জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই বুথের নিরাপত্তার দায়িত্বে ছিলেন একজন মাত্র মহিলা পুলিশ কর্মী। ঘটনার পর তিনিও আতঙ্কিত। পাশেই চাতরা চেগারডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮০ নম্বর বুথেও একই ঘটনা। সেখানেও ব্যালট বক্স ভেঙে মাঠে ফেলে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। 


দিনহাটার ঘুঘুমারি এলাকার নিউ গীতালদহে ১৮৮ নম্বর বুথের বাইরে চলল গুলি। বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মী রেজাউল করিমের হাতে গুলি লাগে। অসহায় প্রিসাইডিং অফিসারকে ঘিরে ধরেন মহিলা তৃণমূল কর্মীরা। ভয়ে কেঁদে ফেলেন প্রিসাইডিং অফিসার। গুলি চলার পর ব্যালট বাক্সে জল ঢেলে দেন ভোটাররা। দিনহাটার ভিলেজ ওয়ানে কালীর পাট মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে বুথের বাইরে গুলি। গুলিবিদ্ধ হয়ে বিজেপি কর্মী চিরঞ্জিৎ কারজির মৃত্যু হয়। বোমায় জখম আরও এক বিজেপি কর্মী।  প্রিসাইডিং অফিসার ও ভোট কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে ভোট লুঠের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ৫ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। দিনহাটার অচিনতলায় ১৮০ ও ১৮১ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুথ ভাঙচুর, ব্যালট বক্সে আগুন। পাল্টা তৃণমূল কর্মীদের তাড়া করেন বিজেপি কর্মীরা। প্রাণভয়ে সন্তানকে নিয়ে খাটের নীচে লোকান তৃণমূল কর্মী। দিনহাটায় ১৩১ নম্বর বুথে ব্যালট বক্সে ঢালা হল জল। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের ভোট লুঠের প্রতিবাদে জল ঢেলে দেওয়া হয় বলে দাবি বিজেপির। দিনহাটার খাটামারির ১৯১ নম্বর বুথে দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ঘিরে তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূলের সংঘর্ষ। অভিযোগ,প্রিসাইডিং অফিসারকে বেধড়ক মারধর করে ছাপ্পা ভোট দেয় বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। পাল্টা তৃণমূল কর্মীরা এসে ব্যালট পেপার ফেলে দেয়। বুথ ভাঙচুর করে। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের মেরে তাড়ানো হয় বলে অভিযোগ।


ভোট শুরুর আগে কোচবিহার ১ নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতে ৩৮ নম্বর বুথে বিজেপি প্রার্থী মায়া ভৌমিক সরকারের পোলিং এজেন্ট মাধব বিশ্বাসকে গুলি করে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভোট কেন্দ্রের বারান্দায় বেরিয়ে আসতেই গুলি করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টের। এদিন ভোট শুরুর আগে কোচবিহারের দিনহাটা ১ নম্বর ব্লকের বড়ভিটা গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের বুথে তাণ্ডব। ব্যালট পেপার ছিঁড়ে জ্বালিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। কোচবিহারের দিনহাটায় নির্দল প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুলিবিদ্ধ পুঁটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী ভোলা বর্মনকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পেটে গুলি লেগেছে। নির্দল প্রার্থীর এক অনুগামীর মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি, আরেক সমর্থকের হাত ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের। দিনহাটার ওকরাবাড়িতেও গুলি চলে। বাম-কংগ্রেস জোটের সমর্থক হাফিজুর রহমানের পায়ে গুলি লাগে। দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি ওই জোট সমর্থক। এক্ষেত্রেও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


আরও পড়ুন: রাজ্য নির্বাচন কমিশনে ঢুকে পড়ল BJP, তুমুল বিক্ষোভ-ধস্তাধস্তি