কলকাতা: রাজ্য নির্বাচন কমিশনের অফিসে ঢুকে বিজেপির বিক্ষোভ। আচমকা নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে ভিতরে ঢুকে পড়েন কয়েকজন বিজেপি কর্মী। নির্বাচন কমিশনের ঘরের দরজাতেও পৌঁছে যান একজন বিজেপি কর্মী। পরে পুলিশ তাঁকে পাকড়াও করে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে।


ভোট ঘোষণার সময় থেকেই বারবার হিংসার ছবি সামনে এসেছে বাংলায়। মনোনয়ন পর্বেই তুমুল অশান্তির ছবি দেখা গিয়েছে এ রাজ্যে। হানাহানি-হিংসা থেকে রক্তপাত-প্রাণহানি কিছুই বাদ যায়নি। গোড়া থেকেই কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে বারবার টানাপড়েন হয়েছে। তা গড়িয়েছে আদালতেও। শেষ পর্যন্ত পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের সমস্যা মেটেনি। ভোটের দিনও ভয়াবহ অশান্তির ছবি সামনে এসেছে গোটা বাংলায়।


হিংসার ঘটনায় দুপুর পর্যন্ত ঝরে গিয়েছে ১২টি প্রাণ। শাসক থেকে বিরোধী- সব দলের কর্মীরাই নিহতের তালিকায় রয়েছেন। এই পরিস্থিতিতে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি থেকে কংগ্রেস সকলেই। কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে ভোট বাতিলের দাবি করেছেন অধীর চৌধুরী।


সরব হয়েছেন শুভেন্দু অধিকারীও। তাঁর তোপ, 'গুলি করুক, চলো কালীঘাট, ইটগুলো খুলে নিয়ে আসি', ৩৫৬ অথবা ৩৫৫ জারি করা হোক, দাবি শুভেন্দু অধিকারীর। পাশাপাশি তাঁর হুঙ্কার, 'বাংলাকে বাঁচাতে, গণতন্ত্রকে বাঁচাতে যা করতে হয় করব'।


মুখ খুলেছেন রাজ্য নির্বাচন কমিশনার:
এই পঞ্চায়েত ভোট যে শান্তিপূর্ণ হয়নি, কার্যত তা মেনে নিয়েছেন রাজীব সিনহা। শান্তিপূর্ণ নির্বাচন কি বলা সম্ভব এই নির্বাচনকে? প্রশ্নের উত্তরে রাজীব বলেন, 'গন্ডগোল, অশান্তির খবর এসেছে। মানুষ নিজের মতামতের নিরিখে অভিযোগ জানান। সেগুলি খতিয়ে দেখতে হবে। সবকিছু শান্তিপূর্ণ হয়েছে বাল সম্ভব নয়। আবার শুধু অশান্তিই হয়েছে, এমনই বলা যায় না।' তিনি বলেন, 'ঘন ঘন অভিযোগ আসছে। এ নিয়ে নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া সম্ভব নয়। কমিশন সমাধানও করছে। অপরাধ ঘটলে প্রথমে মামলা দায়ের হয়। তার পর তদন্ত এবং গ্রেফতারি। আশাকরি পুলিশ ব্যবস্থা নেবে।'


ভোটের মনোনয়ন পর্ব থেকেই রাজ্য়ে বারবার তুমুল অশান্তির ছবি সামনে এসেছে। একাধিক প্রাণহানি হয়েছে। ভোটের দিনই দুপুর পর্যন্ত হিংসার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন। অশান্তির ঘটনায় আতঙ্কে কান্নায় ভেঙে পড়েছেন ভোটকর্মীরা। এমন ঘটনাও সামনে এসেছে। 

আরও পড়ুন: ব্যালট বাক্স তুলে দে দৌড়! মাথাভাঙায় হোঁচট ভোটে