আলিপুরদুয়ার: জ্বালানি নিয়ে ফের অভিষেকের (Abhishek Banerjee) নিশানায় বিজেপি। জ্বালানির দর (Fuel Price) নিয়ে নাভিশ্বাস বাংলার মধ্যপিত্তের। রান্নার গ্যাসের দাম হোক কিংবা পেট্রোল-ডিজেল, আকাশ ছোঁয়া দামে কার্যত স্বস্তি ফেরেনি পশ্চিমবঙ্গে (West Bengal)। তবে একই চিত্র কি দেশের অন্যান্য রাজ্যগুলিতে ? কোথাও কি স্বস্তি নেই দামে ? এই প্রশ্ন বারবার ঘুরেছে। কেনই বা বেশি দাম দিতে হচ্ছে ? তারও যুক্তি প্রকাশ্যে তোপ হিসেবে এসেছে। তাই একুশের বিধানসভা হোক, কিংবা কলকাতা পুরভোট বারবার এসেছে এই জ্বালানির প্রসঙ্গ। এদিন অভিষেক অভিযোগ জানিয়ে বলেন,'৪০০ টাকার রান্নার গ্যাস ১২০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে।'


'৪০০ টাকার রান্নার গ্যাস..'


জ্বালানির দর বৃদ্ধি নিয়ে বরাবরাই শাসকদলের শীর্ষ নের্তৃত্বের নিশানায় এসেছে কেন্দ্রের মোদি সরকার। আর এমনই একা দমবন্ধকর পরিস্থিতির মধ্য়ে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে নয়া সমীকরণ গড়েছিল বিজেপি সরকার। তবে সেটা নিয়ে সেসময়,' ভোট পেরোলেই দাম বাড়িয়ে দেবে মোদি সরকার', বলে আক্রমণ এসেছিল তৃণমূলের হেভিওয়েটদের তরফে। কিন্তু দেখতে দেখতে বছর গড়িয়েছে। অন্য রাজ্যে কোথায় দাঁড়িয়ে দর ? এই প্রশ্নের পাশাপাশি পাল্লা ভারী করেছে, পশ্চিমবঙ্গে কি ফিরবে না জ্বালানির দরে স্বস্তি ?


'৫০ টাকার পেট্রোল ১০০ টাকা'


এদিকে পরের বছরই লোকসভা নির্বাচন। ঠিক তার আগে সেমিফাইনাল বাংলার পঞ্চায়েত ভোট। আর এবার সেই জ্বালানি নিয়ে ফের কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন,'বিজেপিকে (BJP) ভোট দিয়ে আচ্ছে দিনের নমুনা দেখছেন। ৪০০ টাকার রান্নার গ্যাস ১২০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। ৫০ টাকার পেট্রোল ১০০ টাকায় কিনতে হচ্ছে।' 


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 


আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?


'তৃণমূল প্রতিশ্রুতি দিলে সেই কথা রাখে'


 অপরদিকে, এই মুহূর্তে কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা। এদিকে, একইসময় দাঁড়িয়ে দিল্লি-সহ একাধিক শহরে পেট্রোলের দর ১০০ টাকার নিচে এবং ডিজেলের দরও কলকাতার থেকে কম রয়েছে। স্বাভাবিকভাবেই এই ইস্যুকেও ঢাল করে পঞ্চায়েত ভোটের আগে ময়দানে অভিষেক। তিনি আরও বলেন, 'তৃণমূল প্রতিশ্রুতি দিলে সেই কথা রাখে।' মূলত এই কথার সঙ্গে এদিন রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথা মনে করিয়ে দেন তিনি।