আবির দত্ত, গৌতম মণ্ডল, অনির্বাণ বাগচী ও রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ :  কোচবিহারের দিনহাটা থেকে পূর্ব মেদিনীপুরের বাকচা থেকে মুর্শিদাবাদের সন্ন্যাসীডাঙা। নির্বাচনের পর পুনর্নির্বাচনেও একাধিক জায়গায় হল বোমাবাজি ! মুর্শিদাবাদের বেলডাঙা থেকে দক্ষিণ ২৪ পরগনার জায়মন্ড হারবার, উদ্ধার হল বোমা। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) পুনর্নির্বাচনের দিনে কোথাও পাটক্ষেত থেকে লুকিয়ে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। কোথাও বুথের ২০০ মিটারের মধ্যে ভোটারদের ভয় দেখাতে উঠল বোমাবাজি করার অভিযোগ ! সবমিলিয়ে নিরাপত্তা বেষ্ঠনী আঁটসাঁটো হলেও বোমার দাপট জারি রইল বাংলাজুড়ে।


মাস্কেট বাহিনীর দাপাদাপি। মেরে কংগ্রেস প্রার্থীর মাথা ফাটিয়ে দেওয়া। ভোটদানে বাধা। এসবের জেরে সোমবার কোচবিহারের (Coochbehar) দিনহাটার শিবেশ্বর গ্রাম পঞ্চায়েতের বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। কিন্তু শান্তিতে ভোটগ্রহণ হল না এদিনও। ফের বোমাবাজিতে কেঁপে উঠল এলাকা। অভিযোগ, দূরে পাট খেতের মধ্যে লুকিয়েছিল দুষ্কৃতীরা। সেখান থেকেই বোমাবাজি হচ্ছিল।


পূর্ব মেদিনীপুরের বোমাবাজির ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের বাকচাতেও। বাকচা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ৫০০ মিটার দূরে পরপর পাঁচটি বোমা ফাটে। শনিবার ভোটের দিন ব্যাপক অশান্তির জেরে ২২৮ নম্বর বুথে এদিন পুনর্নিবাচন শুরু হয়েছিল শান্তিপূর্ণভাবেই। কিন্তু বেলা বাড়তেই শুরু হয় বোমাবাজি। পরে ভিনরাজ্যের পুলিশ বাহিনী এসে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। 


মুর্শিদাবাদের সোমবার মুর্শিদাবাদের সন্ন্যাসীডাঙা গ্রাম পঞ্চায়েতের ১০২ ও ১০৩ নম্বর বুথে পুনর্নির্বাচন ছিল। বুথের ২০০ মিটারের মধ্যেই এদিন সকালে ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে। আমবাগানের মধ্যে দিয়েই বুথে যাওয়ার রাস্তা। অভিযোগ সেখানেই জটলা করে দাঁড়িয়েছিল দুষ্কৃতীরা। এদিকে, বেলডাঙায় একটি পুকুর থেকে উদ্ধার হয় প্রায় ৩৫ টি বোমা। দ্রুত সেখানে বোম্ব ডিসপোসাল স্কোয়াডের কর্মীরা গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করেন। 






এদিকে, দক্ষিণ ২৪ পরগনার নেত্রা গ্রাম পঞ্চায়েতের ১০টি বুথে এদিন পুনর্নির্বাচন ছিল। এর আগে রবিবার রাতে, ডায়মন্ডহারবারের SDPO-র নেতৃত্বে এলাকায় অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় বেশকিছু বোমা।  


আরও পড়ুন- ভোটকেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনী, ভিতরে রাজ্য পুলিশ, তার মাঝেই হাসিমুখে চলছে ছাপ্পা !


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial