সৌভিক মজুমদার, কলকাতা : গ্রাম বাংলার ভোটে রক্তস্নাত গোটা রাজ্য। যাবতীয় অভিযোগ, আশঙ্কা কোনওকিছুতেই আমল না দিয়ে পশ্চিমবঙ্গের বেলাগাম হিংসার এই পরিস্থিতি ডেকে এনেছেন রাজীব সিনহা (Rajiva Sinha) ! এই মর্মেই অভিযোগ করে রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে খুনের মামলা রুজু করার আবেদন করলেন কৌস্তভ বাগচী। কংগ্রেস নেতা টিটাগড় থানায় একটি মেল করেছেন।
পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) মনোনয়ন পর্বের শুরু থেকেই বেলাগাম হিংসার ছবির সাক্ষী হতে হয়েছে রাজ্যকে। মারামারি-রক্তপাত-খুন-জখম বাদ যায়নি কিছুই। আর ভোটের দিন যেন সন্ত্রাস যেন সবকিছু ছাপিয়ে গিয়েছে। গণতন্ত্রের উৎসব যেন লাশের স্তূপের বহরে পরিণত হয়েছে। আর যার পরই রাজ্যের পরিস্থিতি ঘিরে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে কাঠগড়ায় তুলছেন অনেকে। এবার তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করার জন্যই আবেদন করলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)। টিটাগড় থানার পাশাপাশি ব্যারাকপুর কমিশনারেট এমনকি রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছেও যে মেল পাঠিয়েছেন তিনি।
রাজ্যে ভোটপর্ব শুরুর পর থেকেই রাজ্য নির্বাচন কমিশনারের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বিরোধীরা। তাঁদের কথা না শুনে রাজ্যের শাসকদলের পক্ষে কাজ করার মতো গুরুতর অভিযোগও শানানো হয়েছে। যারপর কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আনা থেকে স্পর্শকাতর বুথ বা অঞ্চল বেছে নেওয়া, একাধিকবার কলকাতা হাইকোর্টেও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে। সরাসরি তাঁর নাম করে 'দায়িত্ব পালনে ব্যর্থ' বলেই সমালোচনা করেছেন রাজ্যপাল। রাজ্যে চলতে থাকা অশান্তি, রক্তপাতের জন্য কমিশনারকে দায়ীও করেছিলেন সিভি আনন্দ বোস।
এসবের মাঝেই ভোটের দিন নির্বাচন কমিশন কতটা কার্যকরী ভূমিকা নেয়, সেটা দেখতেই নজর ছিল সকলের। যদিও শান্তিপূর্ণ ভোটের ছবির প্রত্যাশার মতোই কমিশন ও কমিশনারের ভূমিকা নিয়েও শুধু হতাশাই সঙ্গী হয়েছে রাজ্যের মানুষের। ভোটের দিনও ভোট প্রক্রিয়া শুরুর প্রায় ঘণ্টাতিনেক পরে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে পৌঁছেছেন কমিশনার। আর রাজ্যে বেলাগাম সন্ত্রাস নিয়ে তাঁর মুখে কুলুপ।
আরও পড়ুন- ব্যালট বাক্স ভেঙে চুরমার, মাঠে গড়াগড়ি দিনহাটায়, পুলিশের উত্তর 'বলতে পারব না'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন