Panchayat Election 2023: কাকদ্বীপ থেকে বড়শুলে আক্রমণের মুখে পড়েও, পাল্টা প্রতিরোধ গড়ে তুলল সিপিএম
পঞ্চায়েতে দিন বদলের প্রস্তাব আদালতের, পঞ্চায়েত ভোটের আগে মনোনয়ন ঘিরে অশান্তি, জেলায় জেলায় কোথায় কী ? এক নজরে
নন্দীগ্রামে প্রকাশ্য়ে তৃণমূলের দ্বন্দ্ব। আনুষ্ঠানিকভাবে তৃণমূলের মনোনয়ন শুরু না হলেও, বিকষুব্ধ তৃণমূল নেতা-কর্মীদের একাংশ নন্দীগ্রাম উন্নয়ন পর্ষদ নামে মনোনয়ন জমা দিল নির্দল হিসেবে। ঘটনায় কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি।
পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকে অশান্তির ভরকেন্দ্রে পরিণত হয়েছে মুর্শিদাবাদ। ভোটের মনোনয়ন পর্বের তৃতীয় দিনে রানিনগরের ২ নম্বর ব্লকে দেখা গেল, লাঠি, বাঁশ হাতে তৃণমূলের বাইক মিছিল! এদিন, কংগ্রেস ও সিপিএম কর্মীদের মনোনয়নে বাধা দিয়ে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা মারধরের অভিযোগ তুলেছে তৃণমূলও।
মালদার মালতিপুরেও তৃণমূলে টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ। 'লক্ষ টাকা দিলে তৃণমূলে পাওয়া যাবে টিকিট', এই অভিযোগে তৃণমূল ছেড়ে বিজেপিতে প্রধান ও উপপ্রধান। দড় ছাড়লেন তৃণমূলের প্রধান, উপপ্রধান-সহ সহ ২০০ জন নেতা-কর্মী, দাবি বিজেপির । পঞ্চায়েতে মনোনয়নের তৃতীয় দিনে মালদায় তৃণমূলে ভাঙন। 'টিকিট পাবেন না জেনেই দল বদল, টিকিটের লোভ দেখিয়ে যোগদান করিয়ে বাজার গরম করছে বিজেপি', টাকার বিনিময়ের টিকিটের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।
'সরাসরি মুখ্যমন্ত্রীর প্রকল্পে কেন দিদিকে বলোর ফোন নম্বর? সরকারি স্তরে অভিযোগ জানাতে গেলে ফোন যাচ্ছে তৃণমূলের কাছে', রাজ্য নির্বাচন কমিশনের কাছে আপত্তির কথা জানিয়ে এল বিজেপি। বিজেপির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, জানাল রাজ্য নির্বাচন কমিশন।
পঞ্চায়েতের মনোনয়ন পর্বে বিভিন্ন জায়গা থেকে যেমন অশান্তির ছবি সামনে আসছে, তেমন তৈরি হচ্ছে প্রতিরোধও। সোমবার কাকদ্বীপ থেকে বড়শুলে আক্রমণের মুখে পড়েও, পাল্টা প্রতিরোধ গড়ে তুলল সিপিএম। মহম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তীর মতো সিপিএম নেতারাও সোশাল মিডিয়ায় বুঝিয়ে দিয়েছেন, আঠেরো আর তেইশ এক নয়। পাল্টা মুখ খুলেছে তৃণমূলও।
চোপড়ায় আক্রান্ত কংগ্রেস, মারধর, গাড়ি ভাঙচুর, 'অপহরণ'! হামলার ৪ ঘণ্টা পরে ৫কিমি দূরে খোঁজ মিলল 'অপহৃত' নেতাদের! চোপড়ায় বিডিও অফিসে যাওয়ার সময় আক্রান্ত বাম-কংগ্রেস। হামলার পরেই নেতা-কর্মীদের অপহরণের অভিযোগ কংগ্রেসের। 'চোপড়ার হাতিঘিসায় হামলার পরই বেশ কয়েকজন নিখোঁজ', তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ কংগ্রেসের ।
মনোনয়ন ঘিরে উত্তপ্ত বর্ধমানের ২ নম্বর ব্লকের বড়শূল। মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে, শক্তিগড় মোড়ের কাছে সিপিএম সমর্থকদের গাড়ি আটকে পুলিশের সামনেই চলে ইটবৃষ্টি।
'২০১৮ আর ২০২৩ কিন্তু এক নয়', জেলায় জেলায় তৃণমূলকে প্রতিরোধের হুঙ্কার সেলিমের।
পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে মামলা। প্রধান বিচারপতির এজলাসে রিপোর্ট পেশ করল রাজ্য নির্বাচন কমিশন
'কারণ না দেখালে কোনও প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার নয়',মনোনয়নেই জেলায় জেলায় সন্ত্রাসের মধ্যেই নির্দেশ কমিশনের।
ভোটের আগেই বজবজে 'বিজয় উৎসব'। ৩দিনে ৩০ প্রার্থীর মনোনয়ন, সব তৃণমূলের।
চোপড়ায় আক্রান্ত কংগ্রেস, মারধর, গাড়ি ভাঙচুর, বিডিও অফিসে যাওয়ার সময় কংগ্রেসের উপর হামলা।
মিনাখাঁয় সিপিএমকে মনোনয়নে বাধা, পার্টি অফিস ঘেরাও। বোমা, পিস্তল নিয়ে দুষ্কৃতীদের দাপাদাপি, মাথা ফাটল সিপিএম নেত্রীর। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পার্টি অফিস ঘিরে রাখার অভিযোগ সিপিএমের।
ডায়মন্ডহারবারের এসপি এবং ডায়মন্ডহারবার পুলিশ ডিস্ট্রিক্টের সব ওসি-আইসিদের মিটিং করে বলেছে, বাড়ি বাড়ি গিয়ে মনোনয়ন যাতে না হয় বা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয় দেখতে বলা হয়েছে। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর।
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে ডিওয়াইএফআইয়ের এসডিও অফিস অভিযান ঘিরে অশান্ত আসানসোল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
মনোনয়ন পর্বের তৃতীয় দিনেও অশান্ত মুর্শিদাবাদ। রানিনগরের শেখপাড়ায় ধুন্ধুমার। বাম-কংগ্রেস জোটের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ।পুলিশের সামনেই লাঠি, পাইপ নিয়ে মিছিল করতে দেখা যায় তৃণমূল কর্মীদের। তৃণমূলের বাইক বাহিনীরও দেখা মেলে। জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। যদিও শাসকদলের দাবি, বাম-কংগ্রেসই মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে। অভিযোগ ওড়াল জোট। প্রতিবাদে পাল্টা মারধরের অভিযোগে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।
'কারণ না দেখালে কোনও প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার নয়', মনোনয়নেই জেলায় জেলায় সন্ত্রাসের মধ্যেই নির্দেশ কমিশনের।
মনোনয়ন পর্বের তৃতীয় দিনেও রক্ত ঝরল বাঁকুড়ায়। সোনামুখীতে মাথা ফাটল বিজেপি নেতার। দলীয় প্রার্থীদের মনোনয়ন করাতে গিয়ে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামিকে পুলিশের সামনেই হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
'রাজ্যে জঙ্গলরাজ..' নিয়ে কথা বললেন শুভেন্দু অধিকারী। 'কেন্দ্রীয় বাহিনী' নিয়ে কী বার্তা বিরোধী দলনেতার ?
পঞ্চায়েতে দিন বদলের প্রস্তাব আদালতের। ১৫ জুন থেকে ২১ জুন হোক মনোনয়ন পেশ, ২৩ জুন সকুটিনি, ২৬ জুন মনোনয়ন প্রত্যাহার ও ১৪ জুলাই হোক নির্বাচন। প্রাথমিক প্রস্তাব আদালতের। দিন বদলের প্রস্তাব আদালতের। আদালত নির্দেশ দিলে মনোনয়ন জমার সময়সীমা ১৬ জুন পর্যন্ত সময়সীমা বাড়াতে প্রস্তুত, জানাল কমিশন। দিনে ৪ ঘণ্টা পর্যাপ্ত নয়, মন্তব্য আদালতের। ৫ পর্যন্ত বাড়ানো যেতে পারে, জানাল কমিশন।
উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে বিজেপির পার্টি অফিসে (BJP Party Office) আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। আহত দলীয় কর্মীর ছবি পোস্ট করে তৃণমূলকে তীব্র নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যপাল, জাতীয় মানবাধিকার কমিশনকে ট্যাগ করে ট্যুইট করা হয়েছে।
অবাধ-ভয়মুক্ত পরিবেশে পঞ্চায়েত নির্বাচনের দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। মূলত মনোনয়ন ঘিরে জেলায় জেলায় অশান্তির অভিযোগ উঠছে। আর এদিন এই ইস্যুতেই তৃণমূল সুপ্রিমোকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু। তিনি বলেন, 'গণতন্ত্রকে পশ্চিমবাংলায় ধ্বংস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
প্রেক্ষাপট
কলকাতা: পঞ্চায়েতে দিন বদলের প্রস্তাব আদালতের। ১৫ জুন থেকে ২১ জুন হোক মনোনয়ন পেশ, ২৩ জুন সকুটিনি, ২৬ জুন মনোনয়ন প্রত্যাহার ও ১৪ জুলাই হোক নির্বাচন। প্রাথমিক প্রস্তাব আদালতের। দিন বদলের প্রস্তাব আদালতের। আদালত নির্দেশ দিলে মনোনয়ন জমার সময়সীমা ১৬ জুন পর্যন্ত সময়সীমা বাড়াতে প্রস্তুত, জানাল কমিশন। দিনে ৪ ঘণ্টা পর্যাপ্ত নয়, মন্তব্য আদালতের। ৫ পর্যন্ত বাড়ানো যেতে পারে, জানাল কমিশন।
অবাধ-ভয়মুক্ত পরিবেশে পঞ্চায়েত নির্বাচনের দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। মূলত মনোনয়ন ঘিরে জেলায় জেলায় অশান্তির অভিযোগ উঠছে। আর এদিন এই ইস্যুতেই তৃণমূল সুপ্রিমোকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু। তিনি বলেন, 'গণতন্ত্রকেপশ্চিমবাংলায় ধ্বংস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
এদিন শুভেন্দু অধিকারী বলেন,'গণতন্ত্রকে পশ্চিমবাংলায় ধ্বংস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবারে মানুষের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হবে এব্যাপারে আমরা আশাবাদী। সোনামুখীতে দিবাকর ঘরামি তিনবার আক্রান্ত হয়েছেন। গতকাল ন্যাজাটের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। এসপি ডায়মন্ডহারবার বাড়ি বাড়ি গিয়ে ধমক দিয়ে মনোনয়ন জমা দেওয়া আটকাতে বলেছেন। হিঙ্গলগঞ্জে রাতে গিয়ে ত্রাস সৃষ্টি করতে বলেছেন এসপি নিজে। বিজেপি বুঝিয়ে দেবে লড়াই কাকে বলে। নির্বাচন কমিশনের হয়ে কাজ করছে। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। সশস্ত্র পুলিশ কীভাবে দেওয়া হয় আমরা দেখব।'
অপরদিকে, উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে বিজেপির পার্টি অফিসে (BJP Party Office) আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। আহত দলীয় কর্মীর ছবি পোস্ট করে তৃণমূলকে তীব্র নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যপাল, জাতীয় মানবাধিকার কমিশনকে ট্যাগ করে ট্যুইট করা হয়েছে। আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মোটরবাইকে চড়ে প্রায় ১০০ জনের গুন্ডা বাহিনী এলাকা ঘিরে ফেলে বলে অভিযোগ। বিজেপি কর্মীরা বাধা দিতে এলে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেনি বলে অভিযোগ। ট্যুইটে অভিযোগ শুভেন্দু অধিকারীর। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকেই সারা রাজ্যে অশান্তির আগুন। জেলা জেলা থেকে প্রতিদিনই আসছে সংঘর্ষের খবর। এরই মাঝে মনোনয়নে অশান্তি রুখতে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু অশান্তি থামছে কই? সোমবাও বাংলার বিভিন্ন জেলা থেকে এল সংঘর্ষের খবর। নদিয়ার নাকাশিপাড়ায় হরনগর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীতলায় কংগ্রেস প্রার্থীকে মনোনয়ন দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আত্মীয়ের বাড়িতে তাণ্ডব চালানোর। কংগ্রেস প্রার্থী জামান মণ্ডলকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর কাকা, হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। কংগ্রেস প্রার্থীর আত্মীয় হাসপাতালে ভর্তি। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -