পূর্ব বর্ধমান: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে কালনার সভা থেকে এদিন গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বঙ্গে কোভিড পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক হলেও, পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক সংলাপে এখন 'ভাইরাস' শব্দটা আক্রমণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। যদিও এই প্রেক্ষাপটে খলনায়কই বটে, তা সে 'কোভিড' হোক কিংবা অন্য কোনও 'ভাইরাস।' তাই বলাই বাহুল্য হিরোর শিরোপা পেয়েছে জীবনদায়ী 'ভ্যাকসিন।' আর এবার সেই ইস্যু টেনেই এদিন অভিষেক বলেন, 'বিজেপি ভাইরাস হলে, ভ্যাকসিনের নাম তৃণমূল কংগ্রেস।'
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'তৃণমূল কথা দিয়ে কথা রাখে, বিজেপি প্রতিশ্রুতি পালন করে না। মানুষের পাশে নেই বিজেপি, মানুষের পাশে থাকে তৃণমূল। তৃণমূল কথা দিয়ে কথা রেখেছে। আগামী ৬ মাসের মধ্যে দুয়ারে সরকারের প্রতিনিধি গিয়ে বাড়িতে রেশন দেবে। আইনি জটিলতায় এই প্রকল্প এতদিন আটকে ছিল। দাম বেড়ে গেছে জীবনদায়ী ওষুধেরও। প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বিজেপিকে উৎখাত না করলে দেশের ভবিষ্যৎ জলাঞ্জলি দিতে হবে। বিজেপি ভাইরাস হলে ভ্যাকসিনের নাম তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়।'
অভিষেক এদিন আরও বলেন, '৬ মাস আগে বাংলার মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার নিলে ভিখারি বলেছে। এখন বলছে পঞ্চায়েতে জিতলে ২ হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেব। গুজরাত, মহারাষ্ট্রের মতো ১২টি রাজ্যে বিজেপি ক্ষমতায় আছেন। কোনও একটি রাজ্যে ১ হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দেখান। সুকান্ত-শুভেন্দুর মধ্যে কে বেশি মিথ্যে কথা বলবে তার প্রতিযোগিতা চলছে। বাংলার টাকা যারা আটকে রাখে তারা কি অনুদান দেবে ? প্রধানমন্ত্রী গ্রাম-সড়ক যোজনার কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছে। দাবি আদায়ে অনির্দিষ্ট কালের জন্য ধর্না হবে দিল্লিতে। প্রধানমন্ত্রী বলছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে গ্যারেন্টার।'
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
অপরদিকে, পঞ্চায়েত ভোটের দিন যতোই এগিয়ে আসছে, ততই বঙ্গ বিজেপির শীর্ষ নের্তৃত্ব তরফে তোপ দাগছে শাসকশিবিরকে। বিষয় সে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয় ছয় হোক, কিংবা রাজ্য সরকারের প্রকল্পের চুলচেরা বিশ্লেষণ, যে আদতে কী পেতে পারত, আর কী পাচ্ছে বঙ্গবাসী, বিজেপির এই যুক্তির উপরেই আবার জল ঢালছে শাসকদল। সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে টানটান উত্তেজনা বঙ্গ রাজনীতিতে।