কলকাতা:  রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর মনোনয়নের প্রথম দিন থেকেই  শুরু হয়েছে অশান্তি। মনোনয়নের (Nomination) শুরুতেই খুন। আর এবার এই ইস্যুতেই রাজ্য সরকারকে নিশানা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। 


এদিন শুভেন্দু বলেন, 'লাভপুরে বিজেপি প্রার্থীদের মনোনয়নের বাধা তৃণমূলের গুন্ডাদের। ডোমকলে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। অস্ত্র হাতে দেখা গিয়েছে তৃণমূল নেতাকে। হাইকোর্টের নির্দেশ অমান্য করে আইনশৃঙ্খলা রক্ষায় সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার। বিরোধীদের ওপর লাঠিচার্জ করেছেন সিভিক ভলান্টিয়াররা। বিজেপি প্রার্থীদের মনোনয়নে ভয় পেয়েছেন মমতা। তাই বিজেপি কর্মীদের গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে', ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 


এদিন, পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিজেপিকে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপি প্রার্থী ও নেতা কর্মীদের মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। কাঁদতে কাঁদতে বিজেপি-প্রার্থী ও নেতারা মনোননয়ন জমা না দিয়েই ফিরে আসেন বলে দাবি। বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্যদিকে, বীরভূমের লাভপুরে মনোনয়ন জমা দিতে এসে ব্যাপক গন্ডগোল। বিজপির মণ্ডল সহসভাপতি সোমনাথ মণ্ডলকে প্রচণ্ড মারধরের অভিযোগ। সোমনাথ মণ্ডলের হাত-পা ভেঙে দেওযা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।             


এদিকে, বাঁকুড়ার বিষ্ণুপুরে মনোনয়ন ঘিরেও অশান্তির আবহ তৈরি হয়েছে। বিজেপি প্রার্থীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির বিষ্ণুপুর গ্রামীণ মণ্ডল ১-এর সভাপতি তপন মাজুরির নেতৃত্বে এদিন ৫০ জন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে যান। বিডিও অফিসে ঢোকার আগেই তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ।


আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ? 


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


অপরদিকে, রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর কড়া বার্তা রাজ্যপালের।'যে কোনও মূল্যে অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করাতেই হবে', রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর কড়া বার্তা রাজ্যপালের। মনোনয়ন পর্বের শুরুতেই অশান্তি, বাহিনী নিয়ে প্রশ্ন রাজ্যপালের। 'পর্যাপ্ত বাহিনী আছে কি? কেন্দ্রীয় বাহিনী আনছেন কি?', রাজ্য নির্বাচন কমিশনারকে প্রশ্ন রাজ্যপালের। সূত্রের খবর, 'সাধারণত কেন্দ্রীয় বাহিনী আনার সিদ্ধান্ত আদালত নেয়। মামলা বিচারাধীন, তাই আদালতের দিকে আমরা তাকিয়ে আছি', রাজ্যপালকে জানালেন রাজ্য নির্বাচন কমিশনার, খবর সূত্রের। 'মনোনয়নের জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। শান্তিপূর্ণ মনোনয়নের দিকে নজর দিক কমিশন', কমিশনকে বার্তা রাজ্যপালের।