কোচবিহার:  সদ্য এই জেলার মাটিতে দাঁড়িয়েই বিএসএফ ইস্যুতে তোপ দেগেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার সেই কোচবিহারেই পঞ্চায়েত ভোটের ঠিক আগে ২৪ ঘণ্টার মধ্যে দু-দুটি শ্যুটআউটের ঘটনা ঘটে দিনহাটার গীতালদহে। এই ঘটনায় এবার বিস্ফোরক  দাবি তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নিশীথ প্রামাণিক এদিন বলেন, 'গীতালদহে (Gitaldaha) নিহত তৃণমূল কর্মী আন্তর্জাতিক অপরাধী।'   


এদিন নিশীথ প্রামাণিক বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, 'সীমান্ত এলাকায় নানা ধরনের অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন নিহত বাবু হক। ভারত ও বাংলাদেশ, দুই দেশেরই পরিচয়পত্র ছিল বাবুর।' মূলত দোরগড়ায় পঞ্চায়েত ভোট। রাজ্যের একাধিক জেলায় অশান্তি অব্যহত। অভিযোগ জানাতে রাজভবনে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। অভিযোগ জমাও পড়ছে। তবে হিংসার ঘটনায় যবনিকা পড়েনি। পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকায় যেভাবে অশান্তির একের পর এক ঘটনা ঘটেছে, ঠিক সেইভাবেই উত্তাল মুর্শিদাবাদ। আর সেই তালিকায় বারবার মাথা তুলছে কোচবিহারও। অতীতে শীতলকুচিকাণ্ডের পর নাম উঠে এসেছে বারবার দিনহাটাও। কনভয়ে হামলার অভিযোগ থেকে শুরু করে সংঘর্ষের ভুরিভুরি উদাহরণ রয়েছে এই এলাকায়।


রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়ের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষকৃতীরাই গুলি চালিয়েছে। সীমান্তবর্তী এলাকায় কীভাবে বেআইনি আগ্নেয়াস্ত্র এল? তাতে বিএসএফের কোনও মদত রয়েছে কিনা, সেই প্রশ্নও তুলেছেন কোচবিহারের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি। অভিযোগ উড়িয়ে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিরঞ্জন দে-র দাবি, শাসকদলের অন্তর্দ্বন্দ্বেই গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল প্রার্থীর ভাই। গীতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী বিজলি বিবির স্বামী মাফুজা রহমান তৃণমূলের অঞ্চল সভাপতি। স্থানীয় তৃণমূলের একটি সূত্রে খবর, জেলবন্দি ও বহিষকৃত তৃণমূল নেতা আবু অল আজাদের সঙ্গে মাফুজা রহমানের বিবাদ দীর্ঘদিনের। তৃণমূল প্রার্থীর স্বামী মাফুজা রহমানও আগে জেল খেটেছেন। এবার পঞ্চায়েত ভোটে জেলবন্দি বহিষকৃত তৃণমূল নেতা আবু অল আজাদের অনুগামীরা টিকিট পাননি। তাঁদের বেশিরভাগই নির্দল হয়ে দাঁড়িয়েছেন। কয়েকজন বিক্ষুব্ধ আবার বিজেপিতে যোগ দিয়েছেন। 


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 


আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ? 


ভোটের আগে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে বাংলা। বারুদের স্তুপ চারদিকে। সম্প্রতি বীরভূমে মাড়গ্রামে বোমা বাঁধার অভিযোগে গ্রেফতার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী-সহ ৫ জন। পুলিশের দাবি, বোমা বাঁধার সময় হাতেনাতে পাকড়াও করা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন হাসন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ওয়াসেফ রহমান ওরফে চমৎকার শেখ। গতকাল রাতে বাহিরগোড়া গ্রামে ঘটনাস্থল থেকে ২ ড্রাম ভর্তি তাজা বোমাও উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বোমা তৈরির প্রচুর মশলা। প্রায় ৪০টির মতো বোমা রয়েছে বলে পুলিশের অনুমান। পুলিশ অন্য জায়গা থেকে গ্রেফতার করেছে। ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ধৃত কংগ্রেস প্রার্থী।