দীপক ঘোষ, কলকাতা : 'ভোট ঘোষণার পরে কীভাবে পুলিশে রদবদল করল সরকার?' আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সরব বিজেপি (BJP)।
বিধি লঙ্ঘনের অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনকে (State Election Commissioner) চিঠি। 'ভোটের দিন ঘোষণার পরেই ১০ পুলিশ অফিসারের রদবদল, 'কমিশনের বদলে কীভাবে একাজ করতে পারে রাজ্য সরকার?' সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলে কমিশনকে চিঠি বিজেপির।
কখনও পুলিশ। কখনও আবার প্রশাসনিক আধিকারিক। পঞ্চায়েত নির্বাচনের (Panchayt Election 2023) দিনক্ষণ ঘোষণার পর থেকেই একের পর এক অভিযোগে বিদ্ধ হচ্ছে রাজ্য সরকার (West Bengal Government)। আর, এবার রাজ্য পুলিশের রদবদল নিয়ে কাঠগড়ায় রাজ্য সরকার। আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলল বিজেপি। ২৪ ঘণ্টার মধ্যে নির্দেশিকা প্রত্যাহারের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তারা।
৮ জুন দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা (Rajiva Sinha)। নিয়ম অনুযায়ী, ভোটের দিনক্ষণ ঘোষণা হলে রাজ্য সরকার নয়, রাজ্য পুলিশ-প্রশাসন চলে যায় নির্বাচন কমিশনের অধীনে। এই অবস্থায়, বুধবার রাজ্য পুলিশের ১০ অফিসারকে কমিশন নয়, বদলি করেছে রাজ্য সরকার।
ভোট ঘোষণার পরে কীভাবে, রাজ্য নির্বাচন কমিশনকে এড়িয়ে, পুলিশে রদবদল করল রাজ্য সরকার? এই প্রশ্ন তুলে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলল বিজেপি। চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশনকে।
আরও পড়ুন- 'যত পিছনে লাগবে, মানুষ তার জবাব দেবে, আমরা লড়ে নেব' বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
বিজেপির চিঠির প্রেক্ষিতে কমিশন কী তৎপর হবে ? সিদ্ধান্ত কি প্রত্যাহার হবে? কৌতুহল এখন এই প্রশ্ন ঘিরেই।